এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

মুর্শিদাবাদে কোন কেন্দ্রে ভোট কবে ? দেখুন

Published on: February 26, 2021

মধ্যবঙ্গ নিউজ নেটওয়ার্কঃভোটের ঢাকে কাঠি পড়ল মধ্যবঙ্গে।
৮ দফায় নির্বাচন হবে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন ২০২১। দিল্লিতে বিজ্ঞান ভবনে শুক্রবার ঘোষণা করলেন নির্বাচন কমিশনার সুনীল আরোরা ।

সপ্তম ও অষ্টম দফায় ভোট হবে মুর্শিদাবাদে।

২৬ এপ্রিল ও ২৯ এপ্রিল ভোট। মুর্শিদাবাদে ভোট দুই দফায়।
 জেলার প্রথম দফায় ২৬ এপ্রিল ভোট হবে ফারাক্কা, সামসেরগঞ্জ, সুতি, জঙ্গীপুর, রঘুনাথগঞ্জ, সাগরদিঘি,  লালগোলা, ভগবানগোলা, রানিনগর, মুর্শিদাবাদ , নবগ্রাম এই এগারোটি আসনে। জেলার দ্বিতীয় দফায় ২৯ এপ্রিল  নির্বাচন হবে খড়গ্রাম,বড়ঞা, কান্দী, ভরতপুর, রেজিনগর, বেলডাঙ্গা, বহরমপুর,   হরিহরপাড়া, নওদা, ডোমকল, জলঙ্গী এই এগারটি আসনে।

ফল ঘোষণা ২রা মে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now