প্রিয়ঙ্কা দেব বিশ্বাস : ১৯শে জানুয়ারী – মুর্শিদাবাদ জেলায় হুইট হলিডে ঘোষণা হয়েছে। এই জেলায় গম চাষ নিষিদ্ধ ঘোষিত হওয়ার পর কি কি কাজ হয়েছে, চাষিরা কতটা সচেতন হয়েছেন বিকল্প চাষে, সমস্ত বিষয় নিয়ে জেলা শাসক ডঃ পি উলগানাথনের নেতৃত্বে জেলা কালেক্টরেট ভবনের সভাকক্ষে জেলা পুলিশ ও কৃষি দফতরের কর্মকর্তাদের সাথে এক বৈঠকের আয়োজন করা হয়।
গম চাষের ছত্রাক জনিত রোগের কারনে মুর্শিদাবাদ জেলায় চলছে হুইট হলিডে। গম চাষ করলে যে ক্ষতির মুখে পড়বে গম চাষিরাই, সেই বিষয়ে চাষিদের সচেতন করা হলেও এখনো বেশ কিছু এলাকায় গম চাষ করছেন চাষিরা। মুর্শিদাবাদে জেলা শাসক ডঃ পি উলগানাথনের নেতৃত্বে কালেক্টরেট ভবনের সভাকক্ষে হুইট হলিডে বিষয়ে এক জরুরী বৈঠকের আয়োজন করা হয়। সেই সভায় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার শ্রী মুকেশ, বি এস এফ কম্যানডানট, রাজ্য কৃষি অধিকর্তা, জেলা কৃষি দফতর আধিকারিক, অতিরিক্ত জেলা শাসক, জেলা সহ কৃষি অধিকর্তা সহ অন্যান্যরা। কেন্দ্র এবং রাজ্য সরকারের তরফে মুর্শিদাবাদ জেলায় হুইট হলিডে ঘোষণা হয়েছে। এই জেলায় গম চাষ নিষিদ্ধ ঘোষিত হওয়ার পর কি কি কাজ হয়েছে, সে বিষয়ে মুল্যায়ন হয় এই বৈঠকে। দেখা যায়, ৮০ হাজার ৬৫০ হেক্টর এলাকার মধ্যে তিন শতাংশ এলাকায় গম চাষ হয়েছে। অর্থাৎ ৪৮৪ হেক্টর জমিতে গম চাষ হয়েছিল তার মধ্যে ২৪২ হেক্টর ভাঙ্গা সম্ভব হয়েছে এবং বাকি রয়েছে ২৪২ হেক্টর জমি। সেই জমির গম কিভাবে ভাঙ্গা যাবে, তা নিয়ে আলোচনা হয়। জেলা উপ কৃষি অধিকর্তা জানান, গম চাষিদের বোঝানোর চেষ্টা চলছে কৃষি দফতর ও প্রশাসনের তরফে। যে গ্রাম পঞ্চায়েতের অধীনে এখনো গম চাষ হচ্ছে, সেই সব এলাকার কৃষকদের এক জায়গায় এনে বোঝানোর চেষ্টা করা হবে। পরবর্তী পর্যায়ে উচ্চ পদস্থ প্রশাসনিক আধিকারিকরা এই বিষয়ে যা সিদ্ধান্ত নেবেন, সেই নির্দেশ মোতাবেক চলা হবে।