মুর্শিদাবাদে ওমিক্রন হানা, রাজ্যে প্রথম ওমিক্রন আক্রান্তের হদিশ মুর্শিদাবাদে Omicron Murshidabad West Bengal

Published By: Madhyabanga News | Published On:

মুর্শিদাবাদে ওমিক্রন আক্রান্তের হদিস  মিলল বুধবার। জেলায় ওমিক্রন আক্রান্ত এক রোগীর হদিশ মিলেছে বুধবার । মঙ্গলবার ওমিক্রনের নতুন ভ্যারিয়েন্টের বিষয়ে সতর্ক করেছিল WHO । সাত বছরের এক শিশুর শরীরে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের সন্ধান মিলেছে। Omicron in West Bengal

ওই শিশু মুর্শিদাবাদের ফারাক্কার বাসিন্দা। ঘটনায় সতর্ক স্বাস্থ্য মহল। রাজ্যে প্রথম ওমিক্রন আক্রান্তের হদিশ মিলল মুর্শিদাবাদের ওই শিশুর দেহে  ।

সংবাদসূত্রের খবর, আবু ধাবি থেকে হায়দ্রাবাদ  বিমানবন্দরে নামে ওই শিশুর পরিবার। সেখান থেকে প্লেনে আসে কলকাতা বিমান বন্দর। এরপর গাড়িতে করে বাড়ি ফেরে শিশুসহ ওই পরিবার। হায়দ্রাবাদ বিমান বন্দরেই লালারসের নমুনা পরীক্ষা করা হয়েছিল। Murshidabad Omicron Case-7 year-old kid tests Positive

বুধবার  মুর্শিদাবাদ জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক CMOH Murshidabad  চিকিৎসক সন্দীপ সান্যাল Dr Sadip Sanyal  জানান , ‘‘আবু ধাবি থেকে বিমানে করে হায়দ্রাবাদে  আসে সাত বছরের ওই  বালক। ১০ তারিখ গভীর রাতে দেশে আসেন ঐ শিশু।  তার পর কলকাতা বিমানবন্দরে নেমে সড়ক পথে নিজেদের গাড়িতেই বাড়ি ফেরে।  বর্তমানে আক্রান্ত শিশু  মালদহ জেলায় রয়েছে বলে জানা গিয়েছে। শিশু ও পরিবারের খোঁজ চালাচ্ছে স্বাস্থ্য দপ্তর”।