মুর্শিদাবাদে এলেন ওয়েসি, প্রার্থী দিলেন ২ কেন্দ্রে

Published By: Madhyabanga News | Published On:

মধ্যবঙ্গ নিউজ ব্যুরোঃ ২৭ মার্চঃ শনিবার মুর্শিদাবাদ সফরে এসে জেলায় সাগরদিঘিতে সমাবেশ করেন আসাউদ্দিন ওয়েসি ।

সাগরদিঘীর এস এন হাইস্কুল মাঠে জনসভা মঞ্চ থেকেই মুর্শিদাবাদের ২২ টি বিধানসভা কেন্দ্রের মধ্যে দুটি আসনে ভোটে লড়ার ডাক দিলেন।  অল ইন্ডিয়া  মজলিশ এ ইত্তেহাদুল মুসলিমিন সুপ্রিমো  সাফ জানালেন, মুর্শিদাবাদের সাগরদিঘী এবং জলঙ্গি এই দুটি আসনে ভোটে প্রতিদ্বন্দ্বিতা করবে মিম। অন্যান্য সিট পরে ঘোষণা হবে বলেই জানালেন মিম প্রধান ওয়েসি।

সাগদরিঘির মঞ্চে ওয়েসি

এদিনের সভা থেকে মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী সাথে বাম-কংগ্রেসকে তীব্র ভাবে আক্রমণ করলেন। কেন পশ্চিমবঙ্গে মুসলিম জনগণ পিছিয়ে শিক্ষা, কর্মসংস্থানের দিক থেকে? তাঁর জবাব দিতে হবে- এই প্রশ্নও তুললেন আসাদউদ্দিন ওয়েসি।


মিম এর নজরে মুশিদাবাদ। প্রথম দফার ভোটের দিনেই মুর্শিদাবাদ দিয়ে বাংলায় নির্বাচনী সভা শুরু করলেন মিম প্রধান আসাদউদ্দিন ওয়েসি। তাতেই উচ্ছ্বসিত থাকে মিমের প্রতিনিধিরা। ইতিমধ্যেই ৬০ নম্বর সাগরদিঘী বিধানসভা কেন্দ্রে মিম মনোনীত প্রার্থী নূরে মেহেবুব আলম।