মুর্শিদাবাদে একদিনে রেকর্ড সংক্রমণে উদ্বেগ বাড়ছে

Published By: Madhyabanga News | Published On:

নিজস্ব প্রতিবেদনঃ যত দিন যাচ্ছে আরও ভয়াবহ আকার নিচ্ছে করোনা। মুর্শিদাবাদ জেলায় প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী বৃহস্পতিবার এই জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ৮০ জনের উপর। একদিনে এই রেকর্ড সংক্রমণে উদ্বেগ বাড়ছে। বহরমপুর শহরের করোনা পরিস্থিতিও উদ্বেগ বাড়াচ্ছে আম জনতার। করোনা আক্রান্তের সংখ্যা বাড়লেও অনেকের কোন হেলদোল নেই। অনেকেই মাক্স ছাড়া অবাধে ঘোরাঘুরি করছেন এবং সামাজিক দূরত্ব মানার কোন বালাই নেই। রেকর্ড সংক্রমণ নিয়ে আম জনতা কি বলছেন।

কোথায় গিয়ে ঠেকবে এই করোনা গ্রাফ- কবেই বা ভ্যাকসিন আসবে- উত্তর জানা নেই কারও। যদিও উদ্বেগজনক করোনা পরিস্থিতির মধ্যে আরও উদ্বেগ বাড়াচ্ছে কিছু অংশের মানুষের চরম দায়িত্ব জ্ঞ্যানহীনতা। করোনা সংক্রমণ ঠেকাতে সাপ্তাহিক সম্পূর্ণ লকডাউন হচ্ছে ঠিকই-কিন্তু তাতেও কি হুঁশ ফিরছে- প্রশ্ন থেকেই যাচ্ছে।