এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

মুর্শিদাবাদে ইনট্যাকের পথ চলা শুরু হল শনিবার

Published on: February 25, 2023
ইন্ট্যাক

মধ্যবঙ্গ নিউজ, বহরমপুরঃ ইন্ডিয়ান ন্যাশনাল ট্রাস্ট ফর আর্ট এন্ড কালচারাল হেরিটেজ ( সংক্ষেপে ইনট্যাক ) -এর মুর্শিদাবাদ শাখার উদ্বোধন হলো শনিবার বহরমপুরে।  সাংবাদিক সংঘের ঘরে প্রদীপ প্রজ্জ্বলন করে এই শাখার এদিন উদ্বোধন করেন বিশিষ্ট অধ্যাপক শক্তিনাথ নাথ ঝা । এই সভায় ইতিহাস প্রসিদ্ধ মুর্শিদাবাদ জেলার বিভিন্ন ঐতিহ্য সম্বন্ধে বিশিষ্টরা আলোচনা করেন। উপস্থিত ছিলেন ইতিহাসের অধ্যাপক রাজর্ষি চক্রবর্তী,  জেলা ইতিহাস চর্চাকারী রমাপ্রসাদ ভাস্কর সহ অন্য অতিথিরা। ইনট্যাকে নতুন এই শাখা এখন থেকে চারটি হেরিটেজ ( বিল্ট হেরিটেজ, কালচারাল হেরিটেজ, মেটিরিয়াল হেরিটেজ , ন্যাশানাল হেরিটেজ ) এর উপর কাজ শুরু করবে বলে জানান এই শাখার আহ্বায়ক বালকনাথ ভট্টাচার্য্য ।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now