এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

মুর্শিদাবাদে আক্রান্ত সাংবাদিক, আক্রান্ত গণতন্ত্র ! Murshidabad Journalist Attacked

Published on: August 3, 2021

দুর্নীতির খবর করতে গিয়ে আক্রান্ত হলেন সাংবাদিক। মুর্শিদাবাদের সাগরপাড়ায় খবর করতে গিয়ে আক্রান্ত সংবাদকর্মী সুব্রত প্রামাণিক। বর্তমানে তিনি ভর্তি রয়েছেন হাসপাতালে । সোমবার সকাল ১১ টায় সাগরপাড়া থানার বামনাবাদ পোল্লাগাড়ি এলাকায় স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ দেখান। খবর পেয়ে সেখানে খবর সংগ্রহ করতে যায় সুব্রত। ছবি তোলার সময় স্থানীয় তৃণমূল কংগ্রেস কয়েকজন নেতা ছবি তুলতে বাধা দেন।

 

তাকে দেখে নেওয়ার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। সেখান থেকে প্রাণ ভয়ে বাড়ি ফিরে যান সুব্রত। ফিরে পরে এদিন সন্ধে ৭ টায় তাকে ফের ফোন করে ডেকে পাঠানো হয় দেবিপুর গ্রাম পঞ্চায়েতের পোল্লাগাড়ি অঞ্চলের পঞ্চায়েত সদস্য জাব্বার সেখের বাড়িতে । সেখানে তাকে প্রায় ২ ঘন্টা আটকে রেখে মারধোর করা হয় বলে অভিযোগ। আহত সুব্রত প্রামাণিক ডোমকল হাসপাতালে চিকিৎসাধিন। এই ঘটনায় নিন্দার ঝড় উঠেছে নানা মহলে।
প্রশ্ন উঠছে খবরে ভয় কেন পাচ্ছেন নেতারা ?

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now