এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

মুর্শিদাবাদে অঙ্গনওয়াড়ি কর্মী, হেল্পার পদে ৭৫০ নিয়োগ। কীভাবে আবেদন ? Murshidabad ICDS Recruitment

Published on: December 20, 2022

মধ্যবঙ্গ নিউজ ডেস্কঃ  মুর্শিদাবাদ জেলার প্রায় সমস্ত ব্লকেই আইসিডিএস ( অঙ্গনওয়াড়ি)  কর্মী (ওয়ার্কার)  এবং সহায়ক (হেল্পার) পদের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রায় ৭৫০ পদে এই নিয়োগ হবে।আইসিডিএস কর্মী হিসেবে আবেদন করার জন্য ন্যূনতম যোগ্যতাঃ মাধ্যমিক পাশ। ১৮ থেকে ৪৫ বছর বয়সী মহিলারা দরখাস্ত করতে পারবেন। অঙ্গনওয়াড়ি হেল্পার পদে আবেদন করার জন্য প্রার্থীর ন্যূনতম যোগ্যতাঃ অষ্টম শ্রেণি উত্তীর্ণ। আবেদনকারীকে সংশ্লিষ্ট  ব্লক অথবা পৌরসভার  বাসিন্দা হতে হবে।

মুর্শিদাবাদ জেলার  প্রায় সমস্ত ব্লকেই এবং মিউনিসিপ্যালিটি তে অঙ্গনওয়াড়ি সহায়িকা এবং কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। আবেদন করার শেষ তারিখ ৭  জানুয়ারি ২০২৩। ১০ ডিসেম্বর শুরু হয়েছে অনলাইন দরখাস্ত জমা। আইসিডিএস ওয়ার্কার ও হেলপার পদে   আবেদনের করার জন্য চাকরিপ্রার্থীদের  অনলাইনে আবেদনপত্র জমা করতে হবে।  www.recruitmentmurshidabad.in. -এই ওয়েবসাইটে অনলাইনে দরখাস্ত করা যাবে।

 

DEPARTMENT OF WOMEN & CHILD DEVELOPMENT AND SOCIAL WELFARE, MURSHIDABAD DISTRICT- এই নিয়োগ করবে। অঙ্গনওয়াড়ি কর্মীদের বর্তমান সাম্মানিক ভাতা ৪৫০০ টাকা ও অতিরিক্ত ভাতা মাসিক ৩৭৫০ টাকা। হেল্পারের মাসিক সাম্মানিক  ভাতা ২২৫০ টাকা ও অতিরিক্ত ভাতা ৪০৫০ টাকা।

১০০ নম্বরের পরীক্ষা হবে। ২ ঘন্টার লিখিত পরীক্ষা হবে। ৯০ নম্বরের লিখিত পরীক্ষা নেওয়া হবে। লিখিত পরীক্ষায় পাশ করলে মৌখিক পরীক্ষা দেওয়া যাবে। ১০ নম্বরের মৌখিক পরীক্ষা হবে।

লিখিত পরীক্ষার পাঠ্যক্রমঃ

১) বাংলা ভাষায় ১৫০ মানের রচনা – ১৫ নম্বর

২) পাটিগণিত- ২০ নম্বর

৩) পুষ্টি, জনস্বাস্থ্য, নারীর সামাজিক অবস্থান বিষয়ক প্রশ্ন- ১৫ নম্বর

৪)ইংরেজি- ২০ নম্বর

৫)সাধারণ জ্ঞান- ২০ নম্বর

রচনা ছাড়া বাকি প্রশ্ন এমসিকিউ হবে। লিখিত পরীক্ষায়  সর্বমোট ৩০ নম্বর না পেলে কোন পরীক্ষার্থী মৌখিক পরীক্ষা দিতে পারবেন না।

কীভাবে আবেদন করবেন ?

১) যে ওয়েবসাইটে যেতে হবেঃ  www.recruitmentmurshidabad.in.

২)  “Register Online”- এ ক্লিক করতে হবে

৩) মোবাইল নম্বর ও নাম দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে

৪)  Register Now – এ ক্লিক করে ওটিপি ভেরিফিকেশন করতে হবে

৫) রেজিস্ট্রেশন নম্বর ও পাসওয়ার্ড তৈরি হবে

৬) রেজিস্ট্রেশন নম্বর ও পাসওয়ার্ড দিয়ে লগ-ইন করতে হবে।

৭) কোন পোস্টে আবেদন করবেন সেটি ও ব্লকের নামে ক্লিক করতে হবে

8) পরের পেজে ফটো, সই আপলোড করতে হবে। বিস্তারিত তথ্য ফিলাপ করতে হবে।

৯) দরখাস্ত “সাবমিট” করতে হবে।

 

ফাইনাল সাবমিশন এর পরে আবেদনপত্রে কোনোরকম পরিবর্তন করা যাবে না। আবেদনপত্র ফাইনাল সাবমিটের আগে খুব ভালো ভাবে যাচাই করে সাবমিট করুন।

ছবি ও স্বাক্ষর এর নিয়মাবলী গুলি ভালো করে পড়ুন।

ছবি: আবেদনপত্র দাখিল (আপলোড) করার সময়ে প্রার্থীকে রঙিন পাশপোর্ট মাপের (সাইজের) ছবি আপলোড করতে হবে। এই ছবি আবেদনপত্র দাখিল (আপলোড) করার তারিখ থেকে ৬(ছয়) মাসের বেশি পুরোনো হলে চলবে না। এই ছবির অন্তত ৩(তিন)টি কপি প্রার্থীর নিজস্ব নিরাপদ হেফাজতে রাখতে হবে যা পরে চাওয়া হতে পারে। এই পাশপোর্ট মাপের (সাইজের) ছবির পশ্চাতভাগ (Background) সাদা বা সাদাটে হতে হবে। ছবিতে প্রার্থীর মুখ সরাসরি সামনের দিকে থাকতে হবে। প্রার্থীর মুখে কোনপ্রকার ছায়া এসে পড়লে চলবে না। ধর্মীয় কারণে আবেদনকারিণীর মাথায় আচ্ছাদন থাকতে পারে, কিন্তু সেক্ষেত্রে তাঁর মুখের দুই পাশ-বামদিক ও ডানদিক এবং উপর-নিচ অর্থাৎ চিবুক (থুতনি) থেকে কপালের উপরিভাগ অবধি অংশ আচ্ছাদনমুক্ত ও স্পষ্ট দৃশ্যমান থাকতে হবে। চোখে চশমা থাকতে পারে কিন্তু সেক্ষেত্রে প্রার্থীর চোখ স্পষ্ট দৃশ্যমান হতে হবে (যাঁরা চোখে দেখতে পান না, সেইসব প্রতিবন্ধী প্রার্থীর ক্ষেত্রে উপযুক্ত শংসাপত্র থাকলে এই শর্ত শিথিলযোগ্য)।তাছাড়া কালো চশমা, টুপী, ইত্যাদি পরে ছবি তুললে তা গ্রহণযোগ্য হবে না।

 

স্বাক্ষর: যেমন সম্পূর্ণ সই আবেদন করার সময়ে দাখিল অর্থাৎ আপলোড করা হচ্ছে, অনুরূপ সই পরীক্ষার হলে তাঁকে করতে হবে। পরীক্ষাকেন্দ্রে আগত প্রার্থীর সই দাখিল/আপলোড করা সইয়ের সঙ্গে না মিললে বা সই দেখে সন্দেহ হলে সেই প্রার্থীকে পরীক্ষাকেন্দ্রের আধিকারিক পরীক্ষায় বসা থেকে বিরত করতে পারবেন। তাঁর সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য করা হবে।

আবেদনপত্র জমা দেওয়ার সময় আপনার যদি কোনো প্রযুক্তিগত সমস্যা হয়, তাহলে আপনার সমস্যা ও আপনার মোবাইল নম্বর লিখে  মেল্ করুন এই ইমেলে [email protected]

 

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now