মুর্শিদাবাদের ৬ শিক্ষকের চাকরি বাতিল, ফেরত দিতে হবে বেতনও

Published By: Madhyabanga News | Published On:

মুর্শিদাবাদ জেলার ছয় শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বেআইনিভাবে নিয়োগ করা হয়েছে মুর্শিদাবাদ জেলায় ছয় স্কুলে ছয় গণিতের শিক্ষককে। ওই শিক্ষকদের  চাকরি থেকে বরখাস্ত করার নির্দেশ দিয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বিচারকের নির্দেশ, ওই ৬ শিক্ষকের চাকরি বাতিল করবেন জেলা স্কুল পরিদর্শক ( ডিআই)। ওই শিক্ষকদের বেতনের টাকাও উদ্ধারের নির্দেশ দেওয়া হয়েছে।

এসএলএসটির মাধ্যেম রাজ্যে নবম ও দশম শ্রেণির জন্য  শিক্ষক নিয়োগ করে  স্কুল সার্ভিস কমিশন এসএসসি । ওই পরীক্ষায় অংশনেওয়া এক পরীক্ষার্থীর দাবি, তার থেকে কম নাম্বার পাওয়া সত্ত্বেও ওই ৬ জন চাকরি পেয়েছেন। চাকরি পাননি তিনি। বিচার চেয়ে  মামলা করেন ওই পরীক্ষার্থী। সেই মামলায় স্কুল সার্ভিস কমিশন জানায়, ভুল হয়েছিল কমিশনের। যদিও আদালত সূত্রের খবর, ভুলের তত্ত্ব মানতে চায়নি আদালত। সেই কারণেই ৬ শিক্ষকের চাকরি বাতিল করার নির্দেশ দেওয়া হয়েছে।

 

 

 

See also  ৭০ বছরের বৃদ্ধার এই পরিণতি ঘটল কীভাবে ? জঙ্গিপুরের ঘটনার তদন্তে পুলিশ