মুর্শিদাবাদের ৪ শ্রমিকের মৃত্যু, গাফিলতির অভিযোগে গ্রেপ্তার ঠিকাদার , সুপারভাইজার

Published By: Madhyabanga News | Published On:

শনিবার সন্ধেয় মুম্বইয়ের Mumbai  ওরলি Worli  থানা এলাকায় দুর্ঘটনায় শ্রমিক মৃত্যুর ঘটনায় বিল্ডিং’এর ঠিকাদার Contractor   ও সুপারভাইজারকে Supervisior  গ্রেপ্তার করল মুম্বই পুলিশ Mumbai Police । অভিযোগ, কাজের সময় প্রয়োজনীয় সুরক্ষা ব্যবস্থা ছিল না।

 

শনিবার সন্ধেয় ললিত অম্বিকা বিল্ডার্সের Lalit Ambika builders নির্মিয়মাণ সাইটে লিফট ধ্বসে মৃত্যু হয়- Mumbai Lift Collapse-  মুর্শিদাবাদের চার শ্রমিকের। পুলিশ সুত্রে খবর রবিবার মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ছয়। এনএম জোশী মার্গ থানায় দায়ের হয়েছে অভিযোগ।

পাঁচ জন মৃতকে চিহ্নিত করা গিয়েছে। মৃত মৃত ভরত  মণ্ডল, অবিনাথ দাস, লক্ষণ চন্দ্রমন্ডল ভরতপুরের বাসিন্দা এছাড়াও চিম্নয় মন্ডল ( খড়গ্রামের বাসিন্দা)  এবং অনিললুমার যাদব নামের দুই ব্যক্তির দেহ শনাক্ত করা গিয়েছে। মুর্শিদাবাদে মৃত শ্রমিকদের গ্রামে শোকের পরিবেশ। কান্নায় ভেঙে পড়েছেন মৃতের পরিবারের সদস্যরা।

শোক ছাপিয়ে একটাই চিন্তা, দেহ ফিরবে কীভাবে? মুম্বইয়ে নির্মিয়মাণ বহুতলে কাজ চলার সময় দুর্ঘটনায় মৃত চার নির্মাণ শ্রমিকের দেহ ফেরার অপেক্ষায় স্বজন হারানো পরিবার গুলি। দুর্ঘটনার জেরে শোকস্তন্ধ ভরতপুর থানার অন্তর্গত গড্ডা গ্রাম পঞ্চায়েতের গড্ডা সিংরী গ্রাম ও খড়গ্রামের আতাই গ্রাম।