এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

মুর্শিদাবাদের স্কুলে ফের ভাঙচুর ! Higher Secondary Result

Published on: July 28, 2021

ডোমকলের পর ফের ভাঙচুর মুর্শিদাবাদের Murshidabad  স্কুলে। উচ্চমাধ্যমিকের রেজাল্ট Higher Secondary Result  নিয়ে ক্ষোভ ছাত্রদের। সেই ক্ষোভ আছড়ে পড়ল স্কুলের ওপর। ভাঙচুর করা হয় টেবিল, চেয়ার, ফ্যান। রীতিমতো দরজাও ভাঙে ছাত্ররা।

এই  স্কুলের ৫৮ জনের মধ্যে ৫৮ জনই পাশ করে কিন্তু পড়ুয়াদের অভিযোগ, কম নম্বর দেওয়া হয়েছে তাদের। এর আগে ডোমকলের স্কুলে বিক্ষোভ দেখানোর সময় ভাঙচুর করে ছাত্ররা।

 

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now