মুর্শিদাবাদের সাহিত্যিক এবাদুল হক স্মরণে

Published By: Madhyabanga News | Published On:

বেদান্ত চট্টোপাধ্যায়ঃ ১০ জুলাইঃ  এবাদুল হক সাহিত্য জগতের অন্যতম নক্ষত্র, তথা মুর্শিদাবাদবাসীর গর্ব | তবে হঠাৎই নক্ষত্র পতনে স্তব্ধ সাহিত্য জগতের গুণীজনেরা | এবাদুল হক বারংবারই চেয়েছিলেন নব প্রজন্ম কে সাহিত্যমুখী করতে | গত ৮ আগস্ট ২০২১, রবিবার ডোমকল ব্যবসায়ী সমিতির হল ঘরে অনুষ্ঠিত হয়ে গেল “এবাদুল হক স্মরণ” অনুষ্ঠান। এবং ‘দ্য ডোমকল কলিং’ পত্রিকার উদ্যোগে প্রকাশিত হয় তাঁকে স্মরণ করে “এবাদুল হক স্মরণ সংখ্যা”। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গল্পকার ও ঔপন্যাসিক সামশুল আলম। অবাক করার বিষয় প্রবীণ সাহিত্য প্রেমী মানুষ যেমন তাঁর স্মরণে এসেছিলেন, তেমনি এই স্মরণ সভায় তরুণ কবি তথা সাহিত্যিকদের বিশেষ করে দেখা যায় |

এবাদুল হক ছিলেন একজন নিষ্ঠাবান সম্পাদক। “আবার এসেছি ফিরে” ও “এবং পুনশ্চ” নামক দুটি পত্রিকা সম্পাদনা করতেন। এছাড়াও “পলাতক ছায়া”, “একগ্লাস জলের ছায়ায়”, “নাগকেশরের ফুল” ছাড়াও একাধিক কাব্যগ্রন্থ রচনা করেছেন। গত ১৭ মে, ২০২১ তিনি না ফেরার দেশে চলে যান।

“দ্য ডোমকল কলিং” পত্রিকার উদ্যোগে এই অনুষ্ঠানে স্মৃতিচারনা করেন গল্পকার এম নাজিম, কবি মাজরুল ইসলাম, সাহিত্য অকাদেমি পুরস্কার প্রাপ্ত লেখক মবিনুল হক, চিত্রনাট্যকার তানবির কাজি, এবাদুল হক-এর ভাইপো ইশতিয়াক আহমেদ, কবি এস হজরত আলী, দীপক সাহা, কালাম শেখ প্রমুখ কবি-সাহিত্যিক-ছায়াসঙ্গী। কবিতা পাঠ করেন সাইদুল ইসলাম, মুকলেসুর রহমান, আবুজার হোসেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাঁর স্নেহ ধন্য তরুণ কবি মুকলেশুর রহমান, শুদ্রক পান্ডে, হামিম হাসান মন্ডল সহ আরও অনেকে |
অনুষ্ঠানের শুরুতে শোক প্রস্তাব পড়ে শোনান রাশিদুল বিশ্বাস। নীরবতা পালন, এবাদুল হক-এর ছবিতে পুষ্পার্ঘ্য দিয়ে সম্মান জানানো হয়। সম্পাদক এম এ ওহাব স্বাগত ভাষণে এবাদুল হকের সঙ্গে তার একাত্ম সম্পর্ক নিয়ে বলেন। তারপর একাধিক কবি-সাহিত্যিকের স্মৃতিচারণার পর শেষে সভাপতির ভাষণ দিয়ে অনুষ্ঠান শেষ হয়। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইসা আনসারি।