মুর্শিদাবাদের শিক্ষকদের চাকরি বাতিল কোর্টের নির্দেশে, অভিযোগ দুর্নীতির

Published By: Madhyabanga News | Published On:

মুর্শিদাবাদের সাগরদিঘীর স্কুল শিক্ষকদের চাকরি গেল হাইকোর্টের নির্দেশে। এসসিসি নিয়োগে দুর্নীতির অভিযোগ তুলে একটি মামলার বিচার প্রক্রিয়ায় স্কুল সার্ভিস কমিশনকে সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ দেয় আদালত। স্কুল সার্ভিস কমিশন  সূত্রের খবর,  প্রশান্ত দাস নামে এক ব্যক্তি নবম ও দশম শ্রেণিতে নিয়োগে অনিয়মির অভিযোগ তুলে  মামলা করেছিলেন।

মামলাকারীর দাবি, মেধা তালিকায় তার নাম উপরের দিকে ছিল, তবুও চাকরি পাননি তিনি। অভিযোগ, তাকে টপকে চাকরি দেওয়া হয়েছিল নীলমণি বর্মণ নামের এক চাকরিপ্রার্থীকে। মামলাকারীর আইনজীবি ফিরদৌস সামিম দাবি করেন, স্কুল সার্ভিস কমিশন ওই শিক্ষকের চাকরি বাতিলের বিষয়টি জানিয়েছে।

 

See also  লরিপিষ্ট হয়ে মহিলার মর্মান্তিক মৃত্যু কুলিতে! পথ অবরোধ স্থানীয়দের