মুর্শিদাবাদের রাজনীতির ক্ষতি। প্রয়াত সুব্রত সাহা। আসছেন ফিরহাদঃ শাওনী। প্রয়াত সুব্রত সাহা

Published By: Madhyabanga News | Published On:

মধ্যবঙ্গ ওয়বে ডেস্কঃ বৃহস্পতিবার সকাল ১১ টা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন   পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য প্রক্রিয়াকরণ ও উদ্যানপালন দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী, সাগরদিঘীর বিধায়ক  সুব্রত সাহা। ।  মৃত্যুর খবর পেয়ে পার্টি অফিস থেকে হাসপাতালে এসে পৌঁছান তৃণমূল কংগ্রেসের মুর্শিদাবাদ বহরমপুর সাংগঠনিক জেলার সভানেত্রী শাওনি সিংহ রায়। শাওনি বলেন, “বুঝে উঠতে পারছি না কী বলবো। মাথার উপরে ছিলেন।  দু;দিন আগেও কথা হয়েছে। মৃত্যুর খবর পেয়ে  ফিরহাদ হাকিম  আসছেন জেলায়”  । শাওনি বলেন, ”  মুর্শিদাবাদের রাজনীতির ক্ষতি হয়ে গেল”।

প্রয়াত হলেন পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য প্রক্রিয়াকরণ ও উদ্যানপালন দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী সুব্রত সাহা। তিনি ছিলেন সাগরদিঘীর বিধায়ক। বৃহস্পতিবার মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৬৯। হৃদরোগের চিকিৎসার জন্য তাঁকে ভর্তি করা হয়েছিল মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ। এদিন সকাল দশটা চল্লিশে তাঁকে ভর্তি করা হয় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে। ভর্তি করা হয় সিসিইউ তে। হাসপাতালেই ১১টা ২ মিনিট নাগাদ প্রয়াত হয়েছেন তিনি। একিউট ম্যাসিভ হার্ট এটাক নিয়ে ভর্তি হয়েছিলেন হাসপাতালে। এদিন হাসপাতালে আসেন জেলা শাসক রাজর্ষি মিত্র থেকে জেলা প্রশাসনের শীর্ষকর্তারা।