নিজস্ব সংবাদদাতা, বহরমপুরঃ চলতি মাসের ২০ তারিখ পর্যন্ত জেল হেফাজত হল মুর্শিদাবাদের ভুয়ো শিক্ষক নিয়োগ কান্ডে ধৃত জেলার প্রাক্তন জেলা বিদ্যালয় পরিদর্শক সহ তিন জনের। সুতি গোঠা এ আর রহমান হাইস্কুলে ভুয়ো শিক্ষক নিয়োগ কান্ডে ৩১ মার্চ রাজ্য গোয়েন্দা পুলিশ অবসরপ্রাপ্ত প্রাক্তন জেলা বিদ্যালয় পরিদর্শক পূরবী দে বিশ্বাস ও শিক্ষা ভবনের দুই কর্মী অঞ্জনা মজুমদার ও নিত্যগোপাল মাঝিকে জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করে। ১ এপ্রিল থেকে ধৃতদের ন’দিনের সিআইডি হেফাজত শেষে সোমবার ধৃতদের জঙ্গিপুর আদালতে তোলা হয়। ওইদিন ধৃতদের জামিনের আবেদন নাকচ করে বিচারক তাঁদের দশ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। ২০ তারিখ তাদের ফের আদালতে হাজির করা হবে বলে জানান আইনজীবি অনিকেত চট্টোপাধ্যায়।
মুর্শিদাবাদের ভুয়ো শিক্ষক নিয়োগ কান্ডে ধৃতদের জেল হেফাজত
Published By: Madhyabanga News |
Published On:
