মুর্শিদাবাদের পড়ুয়াদের পাশে ব্র্যান্ড অ্যাম্বাসেডর রুমানা

Published By: Madhyabanga News | Published On:

৫০০-র মধ্যে ৪৯৯ পেয়ে ২০২১ এর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম হয়েছিল মুর্শিদাবাদের কান্দি রাজা মণীন্দ্র চন্দ্র গার্লস হাই স্কুলের ছাত্রী রুমানা সুলতানা। ২০১৯ এর মাধ্যমিকেও পঞ্চম স্থানের অধিকারী ছিল রুমানা। উচ্চ মাধ্যমিকে সর্বোচ্চ নম্বর পাওয়ার পর এবার সর্বভারতীয় ডাক্তারি পরীক্ষাতেও তাক লাগিয়েছে সে। ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট (NEET) ইউজি পরীক্ষায় রুমানার স্থান ১,০৫৬। সেই রুমানাই মুর্শিদাবাদ জেলার কন্যাশ্রীদের ব্রান্ড অ্যাম্বাসেডর। রুমানা মুর্শিদাবাদের বিভিন্ন প্রান্তের মেধাবী পড়ুয়াদের কাছে ইন্সপিরেশন। মুর্শিদাবাদ জেলা প্রশাসনের তরফে রুমানার উপস্থিতিতে হল একটি বিশেষ কর্মসূচি। মুর্শিদাবাদ জেলা শাসক শরদ কুমার দ্বিবেদী ও প্রশাসনিক কর্মকর্তাদের উপস্থিতিতে রুমানা ভিডিও কনফারেন্সের মাধ্যমে নতুন ভোটার, বিভিন্ন স্কুলের পড়ুয়াদের সাথে সরাসরি কথা বলার সুযোগ পেল। কন্যাশ্রীদের সচেতন করা হোক কিংবা মেধাবী পড়ুয়াদের উচ্চ শিক্ষার ক্ষেত্রে অনুপ্রেরনা জোগানো, মুর্শিদাবাদের গর্ব রুমানার ওপর আস্থা জেলা প্রশাসনের। মুর্শিদাবাদ জেলা প্রশাসনের তরফে এই কৃতিত্বের ভাগীদার রুমানার পরিবারও। রুমানার মতোই অন্যান্যরাও এগিয়ে চলুক, পরিবারের সহযোগিতা পাক, আশা রাখছে রুমানার পরিবার।