রাজ্যের বিভিন্ন প্রসাশনিক স্তরে রদবদল হল বৃহস্পতিবার । অন্যান্য জেলার পাশাপাশি মুর্শিদাবাদ জেলার জেলা শাসক শরদ কুমার দ্বিবেদী জেলা শাসক হিসেবে বদলি হয়ে যাচ্ছেন উঃ ২৪ পরগনায় । তাঁর জায়গায় মুর্শিদাবাদ জেলার নতুন জেলা শাসক হচ্ছেন রাজর্ষি মিত্র। রাজর্ষি মিত্র এর আগে মালদহের জেলা শাসক ছিলেন। মুর্শিদাবাদের পাশাপাশি মালদা, পুরুলিয়া,ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, দুই ২৪ পরগনা তে জেলাশাসক কে বদল করা হয়েছে। শরদ দ্বিবেদী মুর্শিদাবাদের জেলা শাসক হিসেবে দায়িত্ব পান ২০২১ এর ১৯ ফেব্রুয়ারী ।বর্তমানে তাঁর জায়গায় নতুন জেলা শাসকের দায়িত্ব পেলেন রাজর্ষি মিত্র।এছাড়াও রাজ্যের কিছু গুরুত্বপূর্ণ অধিকারীক পদেও বদল হয়েছে বলে জানা যাচ্ছে।
রাজ্যের নতুন মত্স সচিব অরবিন্দ সিং। পর্যটন সচিব হয়েছেন সৌমিত্র মোহন। আদিবাসী উন্নয় দফতরের সচিব হয়েছেন ছোটেন ডি লামাকে।
মুর্শিদাবাদের নতুন জেলা শাসক রাজর্ষি মিত্র
Published By: Madhyabanga News |
Published On: