মুর্শিদাবাদেও শুরু ‘দুয়ারে রেশন’ Duare Ration in Murshidabad

Published By: Madhyabanga News | Published On:

মুর্শিদাবাদেও  শুরু হল ‘দুয়ারে রেশন’ প্রকল্প । মঙ্গলবার  পশ্চিমবঙ্গে  চালু হল ‘ দুয়ারে রেশন’ । এদিন কলকাতায়  আনুষ্ঠানিক ভাবে নয়া প্রকল্পের উদ্বোধন করেন  মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতি মাসে নির্দিষ্ট সময় রেশন পৌঁছবে গ্রাহকদের ঠিকানায়।  ভার্চুয়ালি উদ্বোধনী অনুষ্ঠানে সামিল মুর্শিদাবাদ জেলাও। বহরমপুরে জেলা প্রশাসনিক ভবনে দুয়ারে রেশন প্রকল্পের ভ্যান গুলির যাত্রার সূচনা করেন মুর্শিদাবাদ জেলা শাসক শরদ কুমার দ্বিবেদী, অতিরিক্ত জেলা শাসক এল আর অংশুল গুপ্ত, মুর্শিদাবাদের সাংসদ আবু তাহের খান।

এই প্রকল্পে  রেশন নিতে আর ডিলারের দোকানে লাইন দিতে হবে না। ঘরের দরজায় পৌঁছে যাবে রেশন। নির্বাচনী প্রতিশ্রুতি মতো মঙ্গলবার থেকে রাজ্যে চালু হয়ে যাচ্ছে দুয়ারে রেশন প্রকল্প। দুয়ারে রেশন নিয়ে কোনও অভিযোগ থাকলে তাও জানানো যাবে হোয়াটসঅ্যাপ করে। সব নিয়ে এই নতুন প্রকল্প ঘিরে আশাবাদী  তৃণমূল।