এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

মুম্বই থেকে মুর্শিদাবাদে ৪ শ্রমিকের দেহ; কথা দিয়ে ফেরেনি ছেলেরা ফিরেছে মরদেহ, হাহাকার গ্রামে

Published on: July 28, 2021

ভোররাতে  মুম্বই থেকে মুর্শিদাবাদ ফিরল দুর্ঘটনায় মৃত চার শ্রমিকের কফিনবন্দী  দেহ। বুক ফাটা হাহাকারে ছেলেদের বিদায় জানাল গ্রাম। শনিবার সন্ধেয় মুম্বইয়ের ওরলিতে worli-    ললিত অম্বিকা বিল্ডার্সের Lalit Ambika builders নির্মিয়মাণ সাইটে লিফট ধ্বসে মৃত্যু হয়- Mumbai Lift Collapse-  মুর্শিদাবাদের চার শ্রমিকের।

মৃত মৃত ভরত  মণ্ডল, অবিনাথ দাস, লক্ষণ চন্দ্রমন্ডল ভরতপুরের বাসিন্দা এছাড়াও চিম্নয় মন্ডল  খড়গ্রামের বাসিন্দা। মঙ্গলবার রাত্রে গ্রামে ফেরে ভরত মন্ডল, আভিনাথ দাস, লক্ষণ মন্ডল, চিন্ময় মণ্ডলের  কফিনবন্দী দেহ। মরদেহ গ্রামে রাখা থাকে বেশ কিছুক্ষণ। শ্রদ্ধা জানান গ্রামের মানুষ।

 

ভরতপুর থানার অন্তর্গত গড্ডা গ্রামে ও খড়গ্রাম থানার অন্তর্গত আতাই গ্রামে শ্রমিকদের পরিবার পরিজনেরা কান্নায় ভেঙে পড়লেন। ছেলেদের দেখার জন্য রাত জেগে ভিড় করে গ্রামের মানুষ। শেষ শ্রদ্ধা জানান অনেকেই। এরপর দেহ নিয়ে যাওয়া হয় শেষকৃত্যের জন্য। চোখের জলে বিদায় জানাল আত্মীয়রা।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now