মুখ্যমন্ত্রীকে কটাক্ষ অধীরের

Published By: Madhyabanga News | Published On:

নিজস্ব সংবাদদাতা, বহরমপুরঃ ভাঙন নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদক্ষেপকে কটাক্ষ করলেন বহরমপুরের সাংসদ তথা প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। মুর্শিদাবাদ, মালদহ, নদিয়ার ভাঙন দুর্গত এলাকার মানুষদের স্থায়ী সমাধানের জন্য বৃহস্পতিবার মালদহের প্রশাসনিক বৈঠকে তিনি প্রত্যেক বছর ৫০কোটি টাকা দিয়ে দশ বছরের একটি প্রকল্পের ঘোষণা করেন। সেই প্রেক্ষিতেই এদিন মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করেন।  তিনি বলেন, “ দিদি তাঁর দলের ভাঙন ঠেকাতে গিয়ে নদীর ভাঙনকে অজুহাত করছে।” মুখ্যমন্ত্রীর সমালোচনা করে অধীর বলেন, “ সাতশো কোটি না সাত হাজার কোটি লাগে সেটা ভাঙন যখন হচ্ছে তখন বলছেন না কেন? তখন আপনার মস্তানদের মোতায়েন করছেন যেন মানুষ প্রতিবাদ না করে। কত চালাকি করবেন মুর্শিদাবাদ মালদার মানুষের সঙ্গে। আপনি বলুন ভাঙ্ন ঠেকাতে পারেন নি। দিল্লি না দিলে দিল্লিতে অবস্থান করুন। এখানে মরাকান্না কাঁদছেন কেন?” এদিন মুখ্যমন্ত্রীকে মিথ্যেবাদীও বলেন অধীর।