মধ্যবঙ্গ নিউজ ডেস্কঃ বাঙালির উৎসবে খাওয়া দাওয়া মাস্ট। বাদ যায় নে হোলিও। রং খেলা ,নাচ গান, ভুরি ভোজ সবই ছিল সাগরপাড়া ভূমিজ শিল্প, সাহিত্য ও নাট্যগোষ্ঠীর বসন্ত উৎসবে । শুক্রবার প্রভাত ফেরীর মধ্য দিয়ে এই অনুষ্ঠানের শুরু হয়।
সাগরপাড়া বাজার থেকে সাগরপাড়া থানা পর্যন্ত এই প্রভাত ফেরী পরিক্রমা করে। কচিকাঁচা থেকে শুরু করে বড়োরা সবাই দোলের আনন্দে মেতে ওঠে। ছোটদের নাচ, গান, আদিবাসী নৃত্য সবকিছুই ছিল বসন্ত অনুষ্ঠানের অঙ্গ হিসেবে। আর অনুষ্ঠানের শেষে আম বাগানের মধ্যেই পাত পেরে বসে খিচুড়ি খাওয়ানোও হল সকলকে