মুখে মুখোশ, গায়ে কালো কোট; বেলডাঙ্গায় ভয়ঙ্কর ডাকাতি

Published By: Madhyabanga News | Published On:

রামচন্দ্র বিশ্বাসঃ  ফিল্মি কায়দায় পরিবারের মহিলা সদস্যদের বেঁধে রেখে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটল মুর্শিদাবাদের  বেলডাঙায়। শনিবার ভর সন্ধ্যায় বেলডাঙার মীর্জাপুর মল্লিকপাড়া এলাকায় এই ডাকাতির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পরে।  আলমারি ভেঙে লুট করা হয়  সোনার গহনা ও নগদ টাকা। পরিবার সূত্রে জানা গিয়েছে এদিন সন্ধ্যায় বাড়ির পুরুষ সদস্যরা কাজের জন্য বাড়ির বাইরে ছিলেন।  বাড়িতে ছিলেন গৃহকর্তী ও এক গৃহবধূ । সন্ধ্যা ৭টা নাগাদ হঠাতই মুখোশ  পরে ৫ জন দুষ্কৃতি বাড়িতে ঢোকে। এরপর দুই মহিলা সদস্যকে হাত মুখ বেঁধে রেখে চলে ডাকাতি । পরিবারের দাবি তাঁদের হাতে ছিল আগ্নেয়াস্ত্র ও ধারাল অস্ত্র। গ্যাস কাটার দিয়ে তাঁদের ভয় দেখানো হয়। প্রায় ঘণ্টা খানেক ধরে বাড়িতে তান্ডব চালায় তারা। পরিবারের  সদস্যদের দাবি,  ডাকাত দল নিয়ে যায় প্রায় ৭ ভরি সোনার গহনা ও টাকা পয়সা। এই ঘটনায় খবর পেয়ে ঘটনাস্থলে আসে বেলডাঙা থানার পুলিশ। এই ডাকাতির ঘটনায় স্বাভাবিক ভাবেই আতঙ্কিত স্থানীয়রা।

See also  Khargram খড়গ্রামে শুট আউটে পুলিশ হেফাজতে ১