মুকুরে মায়ের মুখ, প্রথা মেনে ঘটে বিসর্জন কাশিমবাজার রাজবাড়িতে

Published By: Madhyabanga News | Published On:

বেদন্ত চট্টোপাধ্যায়ঃ  আবারও পরের বছরের প্রহর গোনা শুরু | কাশিমবাজার রাজ বাড়িতে রীতি মেনেই সকাল থেকে শুরু হয় দশমী পুজো | প্রাচীন রীতি মেনে পুজো সম্পন্ন হয় | মন্ত্রের মাধ্যমে প্রথমে ঘটে দেবীর বিসর্জন হয় | বিকেলে প্রতিমা নিরঞ্জন হবে রাজ বাড়ি সংলগ্ন কাটি গঙ্গার ঘাটে |

কাশিমবাজার রাজ পরিবারের সদস্য সুপ্রিয়া দেবীর থেকে জানা যায়, দর্পনে প্রথমে দেবীর চরণ দেখা হয়, তারপর রাজ পুরোহিতের তত্ত্বাবধানে দেবীর মুখ দর্শন করা হয় | তারপর ঘটে দেবীর বিসর্জন হয় |

কাশিমবাজার রাজবাড়িতে সিঁদুর খেলা

প্রতিবারের মতন এ বছর অতো যাকযমক নেই | করোনা মহামারীর জন্য সিঁদুর খেলার অনুষ্ঠানে বাইরের মানুষের প্রবেশ নিষেধ ছিল এবছর | ঘটে দেবীর বিসর্জন এর পরে শুরু হয় অপরাজিতা পুজো | এই পুজোর মূল বিষয় হলো, দেবী বিসর্জনের পরে পরের বছরের প্রতিমার কাঠামো পুজো হয় |এই অপরাজিতা পুজো মাধ্যমেই পরের বছরের দিন গোনা শুরু হয় রাজ পরিবারের সকলের |

শহর জুড়ে বিভিন্ন পুজো মণ্ডপে সিঁদুর খেলার মাধ্যমে দশমী পুজো সম্পন্ন হয় |