মুকুটে নতুন পালক ! হেরিটেজ ফলক পেল খাগড়ার এই স্কুল

Published By: Madhyabanga News | Published On:

মধ্যবঙ্গ নিউজ ডেস্কঃ হেরিটেজ ফলক পেল বহরমপুরের খাগড়া গুরুদাস তারাসুন্দরী ইনস্টিটিউশন ।  বুধবার সন্ধ্যায় পশ্চিমবঙ্গ সরকারের হেরিটেজ কমিশনের পক্ষ থেকে জেলার প্রাচীন স্কুলকে হেরিটেজের স্বীকৃতি প্রদান করা হয়।

খাগড়া গুরুদাস তারাসুন্দরী ইনস্টিটিউশনে  অনুষ্ঠানে অংশ নেন হেরিটেজ কমিশনের আধিকারিক ডঃ বাসুদেব মালিক, মুর্শিদাবাদের  জেলা শাসক শরদ কুমার দ্বিবেদী, মহকুমা শাসক প্রভাত চ্যাটার্জী সহ প্রশাসনিক আধিকারিকেরা।  হেরিটেজ বিল্ডিংকে আগামী প্রজন্মকের কাছে তুলে ধরতে এবং তা রক্ষা করা প্রয়োজন বলে জানান পশ্চিমবঙ্গ সরকারের হেরিটেজ কমিশনের আধিকারিক  ডঃ বাসুদেব মালিক ।

কৃষ্ণনাথ কলেজের পর জেলার এই প্রথম স্কুল হেরিটেজের তকমা পাওয়ায় খুশি  জেলা প্রশাসন। আগামী দিনে বহরমপুর ও লালবাগ টাউনে হেরিটেজকে রক্ষার জন্য বিশেষ পদক্ষেপ নেওয়ার কথা জানান জেলা শাসক শরদ কুমার দ্বিবেদী । স্কুলের প্রধান শিক্ষক ডঃ সন্দীপ দাসগুপ্ত জানান,  জেলার প্রথম স্কুল হিসাবে এই হেরিটেজের স্বীকৃতি পাওয়ায় খুশি স্কুল কতৃপক্ষও।