মিড ডে মিলে “প্লাস্টিকের” চাল ! ফারাক্কায় হৈচৈ

Published By: Madhyabanga News | Published On:

মিড ডে মিলের চালের মধ্যে “প্লাস্টিকের চাল” থাকার অভিযোগ উঠল ফারাক্কায়। ফরাকার বেনিয়াগ্রাম নিম্ন বুনিয়াদী স্কুলে বুধবার সকাল থেকেই চলছিল চাল বিতরণ। প্লাস্টিকের চাল এর অভিযোগ পাওয়ার পরেই স্কুলে পরিদর্শনে আসেন ব্লক প্রশাসনিক কর্তা। খতিয়ে দেখা হয় বিষয়টি। চাল বিতরণ দায়িত্বে থাকা কর্মী ও স্কুলের প্রধান শিক্ষক – এই ঘটনার পরেই চাল বিতরণ বন্ধ করে দেন। প্রত্যেকেই কারণ নিয়ে ধোঁয়াশায় এবং উৎকণ্ঠায়।

অভিভাবক হেনা বিবির অভিযোগ, চালের মধ্যেই সাদা রঙের প্লাস্টিকের চাল থাকছে।  শিশুদের বিপদ হতে পারে এই চালে।

যদিও এই  ঘটনার পরেই চাল বিতরণ বন্ধ করে দেয় স্কুল কতৃপক্ষ । প্রত্যেকেই কারণ নিয়ে ধোঁয়াশায় এবং উৎকণ্ঠায়। বেনিয়াগ্রাম নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ের  প্রধান শিক্ষক তাজিমুদ্দিন সেখ বলেন, বেশ কিছু স্কুলেই চাল নিয়ে এই রকম অভিযোগ পাওয়া যাচ্ছে। অভিভাবকা অভিযোগ করেছেন, সাদা চালগুলি প্লাস্টিকের। চাল পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। ব্লক প্রশাসনের নির্দেশ মতো ব্যবস্থা নেওয়া হবে।

চালের নমুনা পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয় । কারণ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক । ফারাক্কার বিডিও জনেইদ আহম্মেদ বলেন, আমরাও দেখেছি দুই একটা সাদা চাল আছে। আমরা পরীক্ষা করে দেখছি।