মিছিলে করোনা ছড়ায় না

Published By: Madhyabanga News | Published On:

প্রশান্ত শর্মাঃ১০ এপ্রিলঃ মিছিলে করোনা ছড়ায় না।   লেখা নেই স্বাস্থ্য বিধিতে। তবে, এটাই এখন অলিখিত করোনা বিধি।

নির্বাচন জরুরী, তাই  করোনা ছড়ায় না মিটিং, মিছিল, ভোট প্রচারে। অন্তত রাজনৈতিক দলের  নেতানেত্রীদের দেখে এমনটাই মনে হওয়া স্বাভাবিক।

দেশজুড়ে প্রতিদিন বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। দেশের ছবিটাও উদ্বিগ্ন হওয়ার মতোই। তবে সেদিকে নজর নেই ভোট নিয়ে ব্যস্ত নেতাদের।

যারা দেশ চালাবেন, রাজ্য চালাবেন। তাদের এই হটকারিতায়  বিরক্ত অনেকেই।

শুক্রবার রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৩,৬৪৮ জন। মৃত্যু হয়েছে ৮ জনের।  মুর্শিদাবাদে একদিনে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৩৯ জন।

শনিবার নতুন করে আক্রান্তের সংখ্যা ৪,০৪৩ জন। মৃত্যু হয়েছে ১২ জনের। মুর্শিদাবাদে নতুন করে আক্রান্ত হয়েছেন ১৫৪ জন। মৃত্যুও হয়েছে এক করোনা আক্রান্তের।

করোনা নিয়ে সরকারি বুলেটিনের অংশ

করোনা ভাইরাসের নতুন স্ট্রেইন নিয়ে চিন্তায় আছেন চিকিৎসক মহলও।

চিকিৎসকদের অনুরোধ, যে মানুষের জন্য কাজ করার কথা বলে ভোট চাইছেন; সেই মানুষের জন্যই স্বাস্থ্যবিধি মেনে চলুন।

অবশ্য স্বাস্থ্যবিধি উড়িয়েই শনিবারও জেলাজুড়ে প্রচারে নেমেছেন প্রার্থীরা।

২৬ এবং ২৯ এপ্রিল দুই দফায় ভোট মুর্শিদাবাদে। এর মাঝে লাগাতার নির্বাচনী জনসভা, মিটং, মিছিলে বিপদ বাড়বে বলেই আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।