এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

মিউকরমাইকোসিস ছোঁয়াচে নয়, জানাচ্ছেন ডাঃ রুদ্রপ্রসাদ চক্রবর্তী

Published on: May 22, 2021

মধ্যবঙ্গ নিউজ ব্যুরোঃ২২মেঃ করোনা নিয়ে  প্রতিদিন আসছে নতুন তথ্য , নতুন গবেষণা। করোনার সাথে জড়িয়ে সামনে আসছে নতুন রোগও। সেই রকমই রোগ মিউকরমাইকোসিস। বেশ কিছু মিডিয়ায় মিউকরমাইকোসিসকে ব্ল্যাক ফাঙ্গাস বলে দেখানো হলেও, মিউকরমাইকোসিস আসলে ব্ল্যাক ফাঙ্গাস নয়। এমনটাই জানাচ্ছেন মুর্শিদাবাদের বিশিষ্ট চিকিৎসক ডাঃ রুদ্রপ্রসাদ চক্রবর্তী। তিনি জানানঃ

  • মিউকরমাইকোসিস আসলে ব্ল্যাক ফাঙ্গাস নয়।
  • তারাই আক্রান্ত হয় যাদের ইমিউনিটি খুবই কমে গিয়েছে।
  •  খুব বেশি ডায়াবেটিস আছে, ক্যানসারের চিকিৎসা চলছে  এমন ব্যক্তিদের কমে যায় ইমিউনিটি। সাবধানে থাকতে হবে তাদের।
  • করোনার চিকিৎসায় একটা সময়ে  স্টেরয়েডের অনিন্ত্রিত ব্যবহার বাড়াচ্ছে বিপদ।
  • মিউকরমাইকোসিসের সিম্পটম গুলি হলঃ   দাঁতে খুব যন্ত্রনা,  দাঁত নড়ে যাওয়া,  নাকি খুব সর্দি,   মুখের ভিতর ঘা, মুখের একদিকে ব্যাথা ইত্যাদি।
  • কোন সংশয় হলে  যান দন্ত বিশেষঞ্জদের কাছে, চেক করুন  রক্তের সুগার লেভেল।
  • মিউকর মাইকোসিস ছোঁয়াচে নয়।
  • হারছে করোনা, জিতছে জীবন।
  • হারাতে হবে নতুন ব্যাধি মিউকরমাইকোসিসকেও।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now