মা, জ্বালা করছে; কিসে কামড়েছে বুঝতে পারেনি, ছটফট করছিল ছেলেটা, কিছুক্ষণেই সব শেষ

Published By: Madhyabanga News | Published On:

রবীন্দ্রনাথ কৈবর্তঃ কান্দিঃ রাতে খাবার খেয়ে মেঝেতে শুয়েছিল ছিল বছর ছয়ের সুজন পাশেই ছিল বোনও। রাত প্রায় পৌনে বারোটার দিকে কামড় টের পেয়ে ছটফট করে উঠেছিল সুজন । ডেকেছিল বাবা মা’কেও। বলেছিল, “ মা, বাবা আমার জ্বালা করছে”। কামড়ের চিহ্ন দেখে হাসপাতালে আসার জন্য বেরিয়ে পড়েছিলেন বাবা মাও বেরোনোর আগেই নেতিয়ে যায় দেহ । শুরু হয় বমি । হাসপাতাল অবধি যাওয়ার আগে রাস্তাতেই সব শেষ হয়ে যায় । রাস্তাতেই মৃত্যু হয় শিশুর। খড়গ্রামের মহিষার গ্রাম পঞ্চায়েতের রসুলপুর এলাকায় এই ঘটনা ঘটে বৃহস্পিতবার রাতে । মৃত শিশুর নাম সুজন কোনাই, বয়স ৬ । পরিবার সুত্রে জানা গিয়েছে শুক্রবার রাত্রে বাবা মা ও বোনের সাথে ঘরের বারান্দায় মেঝেতে শুয়ে ছিল ঐ শিশু। তখনই কামড় বসা বিষধর সাপ । কিছুক্ষন পর শিশু কান্নাকাটি শুরু করে এবং অসুস্থ হয়ে পড়ে । পরিবারের সদস্যরা তাকে খড়গ্রাম হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় তার। সাপের কামড়ে মৃত্যুর ঘটনায় শোকের ছায়া এলাকা জুড়ে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য কান্দি মহকুমা হাসপাতালে পাঠান হয়।