মা, জ্বালা করছে; কিসে কামড়েছে বুঝতে পারেনি, ছটফট করছিল ছেলেটা, কিছুক্ষণেই সব শেষ

Published By: Madhyabanga News | Published On:

রবীন্দ্রনাথ কৈবর্তঃ কান্দিঃ রাতে খাবার খেয়ে মেঝেতে শুয়েছিল ছিল বছর ছয়ের সুজন পাশেই ছিল বোনও। রাত প্রায় পৌনে বারোটার দিকে কামড় টের পেয়ে ছটফট করে উঠেছিল সুজন । ডেকেছিল বাবা মা’কেও। বলেছিল, “ মা, বাবা আমার জ্বালা করছে”। কামড়ের চিহ্ন দেখে হাসপাতালে আসার জন্য বেরিয়ে পড়েছিলেন বাবা মাও বেরোনোর আগেই নেতিয়ে যায় দেহ । শুরু হয় বমি । হাসপাতাল অবধি যাওয়ার আগে রাস্তাতেই সব শেষ হয়ে যায় । রাস্তাতেই মৃত্যু হয় শিশুর। খড়গ্রামের মহিষার গ্রাম পঞ্চায়েতের রসুলপুর এলাকায় এই ঘটনা ঘটে বৃহস্পিতবার রাতে । মৃত শিশুর নাম সুজন কোনাই, বয়স ৬ । পরিবার সুত্রে জানা গিয়েছে শুক্রবার রাত্রে বাবা মা ও বোনের সাথে ঘরের বারান্দায় মেঝেতে শুয়ে ছিল ঐ শিশু। তখনই কামড় বসা বিষধর সাপ । কিছুক্ষন পর শিশু কান্নাকাটি শুরু করে এবং অসুস্থ হয়ে পড়ে । পরিবারের সদস্যরা তাকে খড়গ্রাম হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় তার। সাপের কামড়ে মৃত্যুর ঘটনায় শোকের ছায়া এলাকা জুড়ে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য কান্দি মহকুমা হাসপাতালে পাঠান হয়।

See also  Murshidabad Arrest নওদায় ফের জঙ্গিযোগ ! গ্রেফতার শাব সেখের ভাই সহ ২