এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

মাস্ক পরালেন অধীর – Adhir Chowdhury Mask Distribution

Published on: June 26, 2021

বহরমপুরে রাস্তায় নেমে পথ চলতি মানুষকে মাস্ক পরালেন সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। শনিবার বহরমপুরের পথে নেমে জনসচেতনতার বার্তাই  দিলেন বহরমপুরের সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। এদিন কংগ্রেস নেতা, কর্মীদের সাথে নিয়ে তিনি বাস স্ট্যান্ড চত্বর থেকে সমবায়িকা মোড় এলাকায়  পথ চলতি মানুষের হাতে মাস্ক, স্যানিটাইজার তুলে দেন।

গণ পরিবহন কর্মী, গাড়ি চালক, কর্মরত সিভিক ভলান্টিয়ারদের  মুখে মাস্ক পরিয়েও  দেন অধীর । সাথে হাতে তুলে দেন স্যানিটাইজার। করোনা আবহে সাধারন মানুষের জন্য বিভিন্ন কর্মসূচি চলছে। সেই কর্মসূচিতে তিনিও অংশ নিলেন তিনি।

যদিও অধীরের রাস্তায় নামা নিয়ে রাজনৈতিক খোঁচা দিতে ছাড়ছেন না তৃণমূল কংগ্রেস, বিজেপি নেতারা। অধীর বিরোধীদের বক্তব্য, বিধানসভার ভোটে হেরে রাস্তায় এভাবে ঘুরছেন সাংসদ।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now