মার খেতে আসিনিঃ বলছেন পঞ্চায়েত কর্মীরা। লালগোলায় আক্রান্ত পঞ্চায়েত কর্মী। বিক্ষোভ ব্লকে

Published By: Madhyabanga News | Published On:

মানোয়ারুল ইসলামঃ লালগোলাঃ২৩ ডিসেম্বরঃ   আবাস বিক্ষোভে এবার আক্রান্ত হলেন এক  পঞ্চায়েত কর্মী। প্রতিবাদে শুক্রবার লালগোলা বিডিও অফিসের সামনে বিক্ষোভ দেখালেন পঞ্চায়েত কর্মীরা। লালগোলায় আবাস যোজনার তালিকা নাম নিয়ে ক্ষোভের জেরে বৃহস্পতিবার কার্যত রণক্ষেত্রের চেহারা নেয়  দেওয়ানসরাই  গ্রাম পঞ্চায়েত অফিস । অভিযোগ হেনস্থা, মারধর করা হয় পঞ্চায়েত প্রধান সন্ধ্যারানী দাস, পঞ্চায়েত সদস্য আনসার আলীকে । একই সাথে এক পঞ্চায়েত কর্মীকে পঞ্চায়েত কর্মী শোধন হাজরাকে মারধর করার অভিযোগ ওঠে। পঞ্চায়েত কার্যালয়ে ভাঙচুর চালানো হয় বলেও অভিযোগ। এই ঘটনায় প্রতিবাদে শুক্রবার কাজের জায়গায় নিরাপত্তার দাবিতে লালগোলা বিডিও অফিসে বিক্ষোভে লালগোলা ব্লকের পঞ্চায়েত কর্মীদের।

পঞ্চায়েত কর্মীরা জানান, নিরাপত্তা হীনতায় ভুগছেন তারা।  বিলবোরাকোপরা গ্রাম পঞ্চায়েতের নির্মাণ সহায়ক মহম্মদ বাহারুল ইসলাম বলেন, ” যেটা দেওয়ান সরাইয়ে হয়েছে। সেটা অন্য পঞ্চায়েতে হবে না সেই গ্যারিন্টি কেউ দিতে পারছে না। আবাস যোজনায় আমাদের কোন ভূমিকা নেই। অন্যদের আমরা সাহায্য করছি মাত্র। তাও সমস্ত দায়ভার চলে আসছে আমাদের উপর”।

পঞ্চায়েত কর্মীরা এদিন লালগোলা ব্লকের বিডিও’র কাছে লিখিত অভিযোগও জমা দিয়েছে। সেখানে কর্মীদের দাবি, আবাস যোজনা সংক্রান্ত কোন অভিযোগ নিরসণের কাজ চাপিয়ে দেওয়া যাবে না পঞ্চায়েতের কর্মচারীদের উপর। কোন কাগজে সই করতে বাধ্য করা যাবে না। মার খেতে আসিনি। এদিন বিডিও অফিসের বাইরে বিক্ষোভে সাফ জানান পঞ্চায়েত কর্মচারীরা।

এদিন লালগোলা ব্লকের ১২ টা পঞ্চায়েতের কর্মচারিরা এদিন  শামিল হন বিক্ষোভে  । দেওয়ানসড়াইয়ের ঘটনায়  অভিযুক্তদের গ্রেপ্তার দাবিত তুলছেন পঞ্চায়েত কর্মীরা  বৃহস্পতিবার আবাস যোজনায় দুর্নীতির অভিযোগে বিক্ষোভ চলছিল লালগোলার দেওয়ানসড়াই গ্রাম পঞ্চায়েতে।  অভিযোগ, সেই সময়েই হেনস্থা করা হয় পঞ্চায়েত প্রধান, এক মেম্বার ও  পঞ্চায়েত কর্মীকে।

এই পঞ্চায়েত কংগ্রেস প্রধান পরিচালিত। কংগ্রেসের পঞ্চায়েত সদস্য আনসার আলির  দাবী, পরিকল্পনা করেই এই ঘটনা ঘটানো হয়েছে।  দেওয়ানসরাই’এর অঞ্চল তৃণমূল যুব সভাপতি জহরুল সেখের দিকে অভিযোগ তুলেছেন তিনি।  যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন জহুরুল সেখ ।

এদিন বিক্ষোভে নিরাপত্তার দাবিতে সরব হয়েছেন পঞ্চায়েত কর্মীরা।  পঞ্চায়েত কর্মচারীদের দাবি, আবাস যোপজনা নিয়ে ভুল্বোঝানো হচ্ছে গ্রামের মানুষকে। নিরাপত্তাহীনতায় ভুগছেন পঞ্চায়েত কর্মীরা।