মধ্যবঙ্গ নিউজ ব্যুরোঃ ৬ জুনঃ মাধ্যমিক উচ্চমাধ্যমিক পরীক্ষা এখনও অনিশ্চিত। পরীক্ষা নিয়ে ঘোষণা হয়েছে কমিটি। তবে এবার পরীক্ষা নিয়ে আপনিও জানাতে পারেন মতামত। তিনটি ইমেল অ্যাড্রেসের যে কোনো একটিতে মেল করতে পারেন। ই মেইল আইডি গুলি হলঃ [email protected] [email protected], [email protected]
বুধবার উচ্চমাধ্যমিক এবং মাধ্যমিক পরীক্ষার দিন ঘোষণা হওয়ার কথা ছিল। কিন্তু এরপর পরীক্ষা নিয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য গঠন করা হয় এক্সপার্ট কমিটি।
এক্সপার্ট কমিটি যা খতিয়ে দেখছেঃ
১) ২০২১ সালের মাধ্যমিক বা উচ্চমাধ্যমিক পরীক্ষা আদৌ হবেকিনা
২)পরীক্ষা নেওয়া হলে, কীভাবে নেওয়া হবে পরীক্ষা
৩)পরীক্ষা না নেওয়া হলে, কীভাবে নাম্বার দেওয়া হবে
এক্সপার্ট কমিটি ভাবনাচিন্তা চালাচ্ছে। এর মাঝেই স্কুল শিক্ষা দপ্তরের পক্ষ থেকে নোটিশ জারি করা জানানো হয়েছে- সাধারণ মানুষ, অভিভাবক, অভিভাবিকা, ছাত্রছাত্রীরা এই বিষয়ে নিজেদের মত জানাতে পারেন। ৭ জুন বেলা ২ টোর মধ্যে জানাতে হবে মতামত। তিন’টি ইমেল আইডিতে পাঠানো যাবে মতামত। ই মেইল আইডি গুলি হলঃ [email protected] [email protected], [email protected]