মাধ্যমিকের ধাক্কায় ডাবের দাম চল্লিশ !

Published By: Madhyabanga News | Published On:

মধ্যবঙ্গ নিউজ ডেস্কঃ   একে মাধ্যমিক পরীক্ষা তার উপর বাড়ছে গরম। পরীক্ষার  মরসুমে চাহিদা তুঙ্গে ডাবের। চাহিদার পাশাপাশি ডাবের দামও বেড়েছে চড়চড়িয়ে ।  একদিকে বেড়েছে তাপমাত্রার পারদ অন্যদিকে মাধ্যমিক পরীক্ষার জেরে অনেকটায় বেড়েছে বাজারে ডাবের।  আগে যেখানে বাজারে একপিস ডাব  মিলছিল ২০ থেকে ২৫ টাকায়, সেখানে সেই ডাব এখন বাজারে বিকচ্ছে ৩৫ থেকে ৪০ টাকায়।

শহর বহরমপুরেও  ডাবের বাজারে চাহিদা থাকায় মুখে হাসি ফুটেছে ডাব বিক্রেতাদের মুখেও ।  ডাব বিক্রেতা আনন্দ ঘোষ জানান,  আগে যেখানে ডাবের দাম কম ছিল তখন তার চাহিদাও কম ছিল, এখনও একদিকে গরম পরেছে অন্যদিকে মাধ্যমিক পরীক্ষা চলায় শাপে  বর হয়েছে।

শুধু মাধ্যমিক পরীক্ষায় নয়, অনেকেই প্রতিদিন শরীর ভালো  রাখতে ডাব খান, তাদের দাবি ডাবের দাম  কিছুটা বেড়েছে কিন্তু তাতে আর কি আসে যায়, নিত্যপ্রয়োজনীয় জিনিসের সাথে তাল মিলিয়ে সবই মানিয়ে নিতে হচ্ছে।

শুধু যে চাহিদা বেড়েছে তাই নয়, অনেক গাছেই ডাবের ফলন না হওয়ায় ডাবের দাম চড়া । বাজারে দাম বাড়লেও বিভিন্ন বাজার ছেড়ে রয়েছে ডাবে, আগামি দিনে তাপমাত্রার পারদ আরও চড়লে আরও দাম বাড়তেও পারে।