মাত্র ৫ টাকায় পেট ভরে খাবার এবার কান্দিতে

Published By: Madhyabanga News | Published On:

মাত্র ৫ টাকায় মিলবে ভাত, সবজি, ডিমের ঝোল। স্বল্প মূল্যে দুপুরে পেট ভরে খাবার খেতে পারবেন বহু মানুষ। রাজ্যের শহর ও মফস্বলের অসহায়, দরিদ্র মানুষদের প্রতিদিন সুলভে দ্বিপ্রাহারিক অন্ন সংস্থানের লক্ষ্যে শুরু হয়েছে ‘মা ক্যান্টিন’। বিভিন্ন পৌরসভা এই পরিষেবা চালু করে দিলেও বঞ্চিত ছিলেন কান্দির মানুষ। অবশেষে কান্দি পৌরসভার ব্যবস্থাপনায় চালু হল ‘মা ক্যান্টিন’ এর। কান্দি মহকুমা হাসপাতালের এক অংশে তৈরি হয়েছে এই ক্যান্টিন। রবিবার মা ক্যান্টিনের উদ্বোধন করলেন কান্দির বিধায়ক অপূর্ব সরকার । এদিন কান্দি পৌরসভার প্রশাসক দেবাশিস চ্যাটার্জী সহ উপস্থিত ছিলেন পৌরসভার অন্যান্য কর্মকর্তারা। জানা গেল , প্রতিদিনই মিলবে এই পরিষেবা। সকাল ৯ টার মধ্যেই কুপন সংগ্রহ করতে হবে। মা ক্যান্টিন পরিচালনার দায়িত্বে রয়েছেন সেল্ফ হেল্প গ্রুপ ( SHG) এর মহিলারা। খাবার তৈরি করা, পরিবেশন করা সবটাই তাঁদের দায়িত্বে থাকবে । প্রথম দিনেই পেট ভরে দুপুরের খাবার খেলেন হাসপাতাল চত্বরে আসা বহু মানুষ।