এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

মাটি ফেটে গিয়েছে ! পাট জাগ দেওয়া হবে কীভাবে ? প্রশ্ন নওদাপাড়ার চাষিদের Jute farmers in crisis

Published on: July 9, 2022

রাম চন্দ্র বিশ্বাসঃ মাথার উপরে চড়া রোদ। মাঠে পাট। রোদে ফাটছে মাটি। দেখা নেই বৃষ্টির। বন্ধ মাঠের ডিপ টিউওয়েলও। কীভাবে পাটের জাগ দেওয়া হবে ? কীভাবে উঠে আসবে চাষের খরচ সেই প্রশ্নই তাড়া করছে মুর্শিদাবাদের নওদাপাড়ার নিতাই মণ্ডল, রবীন মন্ডলদের। কৃষকরা জানাচ্ছেন, জল না পেয়ে মাঠেই শুকিয়ে নষ্ট হয়ে যাচ্ছে পাট গাছ। খাল-বিল শুকিয়ে কাঠ। অন্যদিকে মাথায় দেনার দায়। কপালে চিন্তার ভাঁজ ক্রমেই চওড়া হচ্ছে পাট চাষিদের। খাতা-কলম বলছে, বর্ষা সেই কবে ঢুকে গিয়েছে দক্ষিণবঙ্গে। কিন্তু নেই বৃষ্টি। ছিটেফোঁটা যা হচ্ছে, তাতেই সন্তুষ্ট থাকতে হচ্ছে। পর্যাপ্ত জল না পেয়ে ব্যাপক ক্ষতির মুখে মুর্শিদাবাদের পাটচাষ। মুর্শিদাবাদের হরিহরপাড়া, নওদা, বেলডাঙা, রেজিনগর , ডোমকল জলঙ্গী সহ বিস্তীর্ণ এলাকায় চাষিরা পাট চাষ করেন। তবে এবার পাট জমিতেই শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে। খাল বিল কোথাও জল না থাকায় পাট পচানোর মতো পর্যান্ত জল না থাকায় জমিতেই পরে রয়েছে পাট। কেউ কেউ পাট কাটলেও কিভাবে সেই পাট পচাবেন টা নিয়ে সংশয়ে চাষিরা। বিঘার পর বিঘা জমির পাট কাটা অবস্থায় পরে রয়েছে জমিতে, কেউ কেউ পাম্প থেকে জল তুলে পাট পচানোর ব্যবস্থা করলেও তাতে যে খবর হচ্ছে সেই খরচ আদেও পাট বিক্রি করে উঠবে তো তা নিয়ে দুঃচিন্তায় চাষিরা।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now