মাছ ধরা নিয়ে বিবাদে গুলি চলল সাগরপাড়ায় ! মৃত্যু এক জনের

Published By: Madhyabanga News | Published On:

সুব্রত প্রামাণিক ও মামুন আব্দুল কায়েম , সাগরপাড়া ও ডোমকলঃ  সামান্য মাছ ধরা নিয়ে বিবাদের জেরে গুলি চলল মুর্শিদাবাদের রানিনগরে। সোমবার  সাত সকালে শুট আউটের ঘটনায় চাঞ্চল্য ছড়াল সাগরপাড়ার খয়রামারি চাইপাড়া এলাকায়। মৃত্যু হয়েছে  একজনের, জখম আরও চারজন। এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক । এলাকায় উত্তেজনা থাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। স্থানীয়  সূত্রে জানা গিয়েছে রবিবার রাতে খয়রামারি টিকটিকি পাড়া এলাকার বাসিন্দা সুন্নত সেখের ছেলে মুরসেলিম সেখ দামুস বিলে মাছ ধরতে গিয়েছিলেন । বিলের পাশেই রয়েছে প্রতিবেশী সামেদ শেখের পুকুর । অভিযোগ,  মুরসেলিম মণ্ডল মাছ ধরে বাড়ি ফেরার পথে তাঁকে পথ আটকায় সামেদ সেখ ও তাঁর পরিবারের লোকজন ।

 

বিলে নয় পুকুরে মাছ ধরেছে মুরসেলিম,  এই অভিযোগে তাঁর সাথে বচসায় জড়িয়ে পরে সামেদ শেখের পরিবারের সদস্যরা।  স্থানীয়দের তৎপরতায় মিটে যায় বিষয়টি । এরপর সোমবার ভোরে সেহেরীর খাবার খেয়ে খয়রামারি টিকটিকি পাড়া থেকে পাশে চাইপাড়া এলাকায় মসজিদে নামাজ পড়তে যাচ্ছিলেন  মুরসেলিমের  পরিবারের সদস্যরা । অভিযোগ,  নামাজ পরে বাড়ি ফেরার পথে তাঁদের উপর হামলা চালায় সামেদ সেখের পরিবারের লোকজন ব।  বন্দুক ও ধারাল অস্ত্র নিয়ে হামলা চালান হয় বলে অভিযোগ। গুলিবিদ্ধ হন  সুন্নত সেখ। ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে সুন্নত সেখকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা । এই ঘটনায় আহত হন সুন্নত শেখের পরিবারের আরও চারজন । আহত জাহিদুল ইসলাম, আসাহাদ সেখ, সাহিনুর সেখ এবং সোহান সেখকে ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে জাহিদুল ইসলাম ও সোহান সেখকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ঘটনার পর থেকেই উত্তেজনা ছড়ায় এলাকায়। সাত সকালে শ্যুট  আউটের ঘটনায় আতঙ্কিত স্থানীয়রা। ঠিক কী কারণে   এই ঘটনা তা খতিয়ে দেখছে পুলিশ। এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী।