মহার্ঘ্য আলু – মানুষ খাবে কি ?

Published By: Madhyabanga News | Published On:

নিজস্ব প্রতিবেদনঃ আলুর দাম ঊর্ধ্বমুখী।সপ্তাহ খানেক ধরে আলুর দাম ঊর্ধ্বমুখী হওয়ায় মধ্যবিত্তের নাভিশ্বাস ওঠার যোগার। সব্জির মধ্যে অন্যতম আলু, আলু ছাড়া যেখানে কিছুই বোঝেন না বাঙালি সেখানে বাজারে আলু কিনতে এসে নাভিশ্বাস উঠছে ক্রেতাদের। বহরমপুরের স্বর্ণময়ী বাজারে পাইকারি সব্জি বিক্রেতারা জানাচ্ছেন সপ্তাহ খানেক ধরে ক্রমাগতই বেড়ে চলেছে আলুর দাম। ২২-২৫ টাকা থেকে একধাক্কায় দাম বেড়ে ৩০-৩৫ টাকা কিলো। জ্যোতি আলু ৩০ টাকা, চন্দ্রমুখী আলু ৩৫। লকডাউনের জেরে আলুর দাম আকাশছোঁয়া।

ব্যাবসায়ীরা জানাচ্ছেন পরিবহনের খরচ বেড়েছে, সেইসাথে কমেছে আমদানি। চড়া দামে আলু বিক্রি হচ্ছে এবং আগামী দিনেও আলুর দাম বাড়ার আশঙ্কা রয়েছে বাজারে জানাচ্ছেন বিক্রেতারা।

প্রক্যেকদিন বাঙালীর পাতে আলু তো লাগবেই। শুধু আলু নয় একাধিক সব্জির দামও ঊর্ধ্বমুখী। লাফিয়ে লাফিয়ে আলুর দাম বাড়ায় আলু পরিমানে কম কিনছেন ক্রেতারা।

একই লকডাউনে পকেটে টান তার মধ্যে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধি, ক্রমাগত ঊর্ধ্বমুখী আলুর দাম, দৈনন্দিন খরচ কিভাবে সামলাবেন তা ভেবে কূল কিনারা পাচ্ছেন না আমজনতা।

বহরমপুর থেকে চিরঞ্জিত ঘোষের রিপোর্ট মধ্যবঙ্গ নিউস।