মহার্ঘ্য আলু তবুও চাষ করে লাভ নিয়ে দুশ্চিন্তায় চাষিরা

Published By: Madhyabanga News | Published On:

নিজস্ব প্রতিবেদন: সবজি বাজারে আলু এখন মহার্ঘ্য। ৪০ থেকে ৪৫ এর নীচে নামতেই চাইছে না আলুর বাজারদর। ক্রেতারা কিনতে হিমশিম খাচ্ছেন আর বিক্রেতারা বিক্রি করতে। কিন্তু যারা আলু চাষ করছেন তারা কি বলছেন? আলু কিনতে খালি যে ক্রেতারাই বেগ পাচ্ছেন তা নয় আলু চাষ করে ক্ষতির সম্মুখীন হচ্ছেন আলু চাষিরাও। বাজারে তো আলুর দাম ঊর্ধ্ব মুখি কিন্তু ডোমকলের প্রান্তিক আলু চাষিদের গলায় হতাশার শুর। আর কদিন পরেই বাজারে আসবে নতুন আলু। ডোমকলের বিভিন্ন জায়গায় কেউ দু বিঘে কেউ দের বিঘে জমিতে আলু চাষ করেছেন এবছর। আলু চাষি আইনুল বিশ্বাস জানাচ্ছেন আলু চাষে তারা যে পরিমাণ খরচ করছেন সেখানে লাভ কতটা হবে তাই নিয়েই রয়েছে চিন্তা । বীজ কিনতেই প্রচুর খরচ হচ্ছে চাষিদের। সব মিলিয়ে এবছর বিঘে প্রতি আলু চাষে আনুমানিক ৩০ হাজার টাকা খরচ হচ্ছে জানাচ্ছেন চাষিরা । অন্যান্যবার যেখানে চাষ করে প্রতিকেজি আলু চাষিরা বিক্রি করেছেন ৫ টাকা থেকে ১০ টাকা হিসেবে সেক্ষেত্রে এ বছর কি দাম উঠবে তা নিয়ে রয়েছে ধোঁয়াশা।

সব্জি বাজার থেকে মধ্যবিত্তের ঘরে এখন আলুর দাম নিয়েই চর্চা। কিন্তু কোন পথে বাড়ছে আলুর দাম তাই বুঝে উঠতে পারছেন না কেউ। খুচরো বাজারের ব্যাবসায়িরা একদিকে বলছেন পাইকারি বাজার থেকে বেশি দামে আলুর বস্তা কিনতে হচ্ছে তাদের , পাইকারি বিক্রেতারা বলছেন স্টোর থেকে তাদের বেশি দামে আলু কিনতে হচ্ছে। আলুর দাম বাড়ার কারণ নিয়ে চাষিরা অবশ্য বলছেন বীজের দাম বৃদ্ধির কারণ একটা বড় কারণ হতে পারে। আলু চাষ করে এবছর চিন্তার ভাঁজ আলু চাষিদের কপালে। শীতের মরশুমে নতুন আলু উঠলে কি দাম পাবেন চাষিরা সেই নিয়ে রয়েছে সংশয়।