মধ্যবঙ্গ নিউজডেস্ক, বড়ঞাঃ কেরলের বেসরকারি হাসপাতালের চিকিৎসার খরচ এখনও জোগাড় করে উঠতে পারেনি হরিহরপাড়ার আজিনুল শেখ ও তাঁর পরিবার। তারমধ্যেই মৃত্যু হল মুর্শিদাবাদের আর এক। মহারাষ্ট্রে নির্মাণ শ্রমিকের কাজ করতে গিয়েছিলেন বড়ঞার বাজেকুন্ডল গ্রামের বাসিন্দা হিরন শেখ (২৫)। সেখানেই বৃহস্পতিবার দুপুরে তাঁর মাথায় পিলার ভেঙে পরে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরিবার সূত্রে জানা গিয়েছে, মাস দুয়েক আগে মহারাষ্ট্রে গিয়েছিলেন হিরন। তাঁর মৃত্যুর খবর পৌঁছতেই শোকের ছায়া নেমে আসে পরিবার জুড়ে। হিরুনের বাড়িতে রয়েছে বাবা, মা, স্ত্রী ও দেড় বছরের কন্যা সন্তান। পরিবারের একমাত্র রোজগেরের মৃত্যুতে দিশাহীন তাঁরা।
মহারাষ্ট্রে মৃত্যু মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকের
Published on: November 10, 2023















