মশা মারতে বহরমপুরে পথে অধীর । হাতে মেশিন। ডেঙ্গি নিয়ে সরকারকে তোপ

Published By: Madhyabanga News | Published On:

মধ্যবঙ্গ নিউজ ডেস্কঃ মশা মারতে এবার পথে নামতে দেখা গেল বহরমপুরের সাংসদ, প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীকে।  আজ সকালে বহরমপুরের কান্তনগর মাছমারা বিলধার এলাকায় ডেঙ্গি সচেতনতা অভিযানে নেমেছিল কংগ্রেস। সেখানেই  নিজে হাতে মেশিন নিয়ে ড্রেনে মশা মারার রাসায়নিক স্প্রে করলেন সাংসদ। সাথে ছিলেন কংগ্রেস নেতারা।

এদিন ডেঙ্গি নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধেও  তোপ দাগান অধীর। বহরমপুরের সাংসদের দাবি, ডেঙ্গি নিয়ে তথ্য গোপন করছে সরকার। ডেঙ্গি মোকাবিলাতেও উদ্যোগ নেই। অধীর বলেন, “ সরকার সাধারণ মানুষকে আল্লাহ, ভগবানের ভরসায় ছেড়ে দিয়েছে। তাই সাধারণ মানুষকে রক্ষায় নিজেদেরই পথে নামতে হবে। বাঁচবার জন্য সকলকে সতর্ক হতে হবে”।

অধীর বলেন, “সরকারের উপর ভরসা করা যাচ্ছে না। সরকার মশা মারের তেল দিচ্ছে , তাতে মশা মরছে না। মশা উড়ছে। মশা মারার তেলেও কাটমানি। সরকারের মশা মারার ক্ষমতা নেই, তারা কিভাবে দেশ উদ্ধার করবে”। অধীরের দাবি, নিজেদের এলাকাকে বাঁচাতে মানুষকে নিজেদেরই পথে নামতে হবে।