এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

মমতার বিরুদ্ধে প্রার্থী নয়, প্রচারও করবে না কংগ্রেসঃ অধীর

Published on: September 7, 2021

ভবানীপুর Bhabanipur কেন্দ্রে মমতা ব্যানার্জির Mamata Banerjee  বিরুদ্ধে কোন প্রার্থী দেবে না কংগ্রেস Congress , প্রচার কড়া হবে না মুখ্যমন্ত্রীর আসনে। বহরমপুরে সাংবাদিক সম্মেলনে বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী Adhir Ranjan Chowdhury । বহরমপুরের সাংসদ । অধীর বলেন, দলের সর্বোচ্চ নেতৃত্ব সিদ্ধনাত নিয়েছে আগামী নির্বাচনে ভবানীপুর কেন্দ্রে কংগ্রেস নিজের প্রার্থী দেবে না। কংগ্রেস পার্টির পক্ষ থেকে প্রার্থী দেওয়া হবে না মমতার বিরুদ্ধে। দলের শীর্ষ নেতৃত্বের নির্দেশ মেনেই চলবে প্রদেশ কংগ্রেস

অধীর বলেন, “কংগ্রেস দলের সর্বোচ্চ নেতৃত্বের সিদ্ধান্ত ভবানীপুরে মমতা ব্যানার্জির বিরুদ্ধে কংগ্রেস প্রার্থী দেবে না, প্রচার করবে না” । এদিন অধীর বলেন, শীর্ষ নেতৃত্ব মনে করেছে মমতা ব্যানার্জির বিরুদ্ধে প্রার্থী দেওয়া মানে, অল্প হলেও পরোক্ষ হলেও বিজেপিকে সহযোগিতা করা। সেই জায়গা  থেকেই কংগ্রেস সিদ্ধান্ত নিয়েছে ।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now