এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

মমতাকে লড়তে ওয়েবপোর্টাল  কংগ্রেসের Adhir Launches PCC Web portal

Published on: April 15, 2022

মধ্যবঙ্গ নিউজ ডেস্কঃ এই সময়ের  রাজনীতিতে লড়াই যেমন মাঠে ময়দানে, লড়াই তেমন অনলাইনেও। তৃণমূল কংগ্রেসের সাথে লড়তে তাই এবার ওয়েব পোর্টাল চালু করল কংগ্রেস। নেট লড়াইয়ে প্রশান্ত কিশোরের সংস্থাকে ব্যবহার করে  রাজ্যে অনেক এগিয়ে তৃণমূল কংগ্রেস। এগিয়ে বিজেপিও। সেই রকম করে নেটে এখনও চমক দিতে পারে নি কংগ্রেস।

সেই লড়াইয়ে অংশ নিয়ে প্রদেশ কংগ্রেসের ‘ ডিজিটাল মুখপত্র’ আন্দোলন ডট ইন (andolon.in)   পোর্টাল উদ্বোধন করেন প্রদেশ কংগ্রেস সভাপতি, বহরমপুরের সাংসদ  অধীর রঞ্জন চৌধুরী।   অধীর অবশ্য পোর্টালের উদ্বোধনে নিশানা করেছেন তৃণমূল কংগ্রেসের মুখপত্র জাগোবাংলা’কে। অধীর বলেন, “যখন সারা বাংলার মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছে তখন জাগো বাংলার মর্মার্থ  বুঝতে আমাদের অসুবিধা হচ্ছে। আমরা আন্দলনের বাংলা’র আহ্বান করছি ” । কংগ্রেস সূত্রে জানা গিয়েছে, অধীর চৌধুরীই এই ওয়েব পোর্টালের নামকরণ করেছেন।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now