মন্ত্রী হচ্ছেন সুব্রত সাহা, আখরুজ্জামান

Published By: Madhyabanga News | Published On:

মধ্যবঙ্গ নিউজ ব্যুরোঃ৯মেঃ মুর্শিদাবাদ থেকে মমতার মন্ত্রী সভায় স্থান পাচ্ছেন দুই বিধায়ক।

মন্ত্রী হতে চলেছেন সাগরদিঘীর বিধায়ক সুব্রত সাহা এবং রঘুনাথগঞ্জের বিধায়ক আখরুজ্জামান। দুই বিধায়কই জঙ্গীপুর মহকুমা থেকে নির্বাচিত হয়েছেন।

স্বাধীন দপ্তরের প্রতিমন্ত্রী হবেন সুব্রত সাহা। আখরুজ্জামান প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেবেন।

২০১১ সালে জেলায় একমাত্র  তৃণমূল কংগ্রেস বিধায়ক হিসেবে নির্বাচিত হয়েছিলেন সুব্রত সাহা। সেবারে মন্ত্রীসভায় প্রতিমন্ত্রী হিসেবে    পূর্ত মন্ত্রকের দায়িত্ব পান তিনি। প্রথমবারের জন্য মন্ত্রীসভায় যাচ্ছেন রঘুনাথগঞ্জের বিধায়ক আখরুজ্জামান।

সোমবার শপথ নেবেন মন্ত্রীরা। রবিবার রাজভবনে পৌঁছায় মন্ত্রীদের তালিকা। মোট ৪৩ জনের নাম আছে মন্ত্রীদের তালিকায়।

পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেনঃ
১) সুব্রত মুখোপাধ্যায় ২) পার্থ চট্টোপাধ্যায় ৩) অমিত মিত্র ৪) সাধন পাণ্ডে ৫) জ্যোতিপ্রিয় মল্লিক ৬) বঙ্কিমচন্দ্র হাজরা ৭) মানসরঞ্জন ভুঁইয়া ৮) সৌমেন মহাপাত্র ৯) মলয় ঘটক ১০) অরূপ বিশ্বাস ১১) উজ্জ্বল বিশ্বাস ১২) অরূপ রায় ১৩) রথীন ঘোষ ১৪) ফিরহাদ হাকিম ১৫) চন্দ্রনাথ সিংহ ১৬) শোভনদেব চট্টোপাধ্যায় ১৭) ব্রাত্য বসু ১৮) পুলক রায় ১৯) শশী পাঁজ ২০) গোলাম রব্বানি ২১) বিপ্লব মিত্র ২২) জাভেদ আহমেদ খান ২৩) স্বপন দেবনাথ ২৪) সিদ্দিকুল্লাহ চৌধুরী

স্বাধীন দপ্তরের  দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হচ্ছনঃ  ২৫) বেচারাম মান্না ২৬) সুব্রত সাহা ২৭) হুমায়ুন কবীর ২৮) অখিল গিরি ২৯) চন্দ্রিমা ভট্টাচার্য ৩০) রত্না দে নাগ ৩১) সন্ধ্যারাণী টুডু ৩২) বুলুচিক বরাইক ৩৩) সুজিত বসু ৩৪) ইন্দ্রনীল সেন

প্রতিমন্ত্রীদের তালিকাঃ  ৩৫) দিলীপ মণ্ডল ৩৬) আখরুজ্জামান  ৩৭) শিউলি সাহা ৩৮) শ্রীকান্ত মাহাত ৩৯) সবিনা ইয়াসমিন ৪০) বীরবাহা হাঁসদা ৪১) জ্যোৎস্না মান্ডি ৪২) পরেশচন্দ্র অধিকারী ৪৩) মনোজ তিওয়ারি

মন্ত্রীসভার শপথ গ্রহণের পর দায়িত্ব বন্টন হবে মন্ত্রীদের।