মধ্যবঙ্গ নিউজ ব্যুরোঃ ১৭ফেব্রুয়ারিঃ নিমতিতা স্টেশনে বোমাবাজিতে আহত মন্ত্রী জাকির হোসেন। নিমতিতা স্টেশনের দুই নাম্বার প্ল্যাটফর্মে জাকির হোসেনকে লক্ষ্য করে বোমা ছোড়া বলে অভিযোগ।
কলকাতা যাওয়ার জন্য ট্রেন ধরতে যাচ্ছিলেন তিনি। অরংগাবাদের বাড়ি থেকে নিমতিতা স্টেশনে আসেন তিনি। প্ল্যাটফর্মে পৌঁছাতেই তার ওপর বোমা ছোঁড়া হয়। প্রাথমিক দিকে অনুমান বিরুদ্ধে গোষ্ঠীর দিকে। ঘনিষ্ট মহলের দাবি, একাধিক শত্রু রয়েছে। তাদের কেউ আক্রমণ করেছেন।
রাজনৈতিক কারণে এই হামলা হয়েছে বলে মনে করছেন অনেকেই।
হামলার প্রসঙ্গে জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি , সাংসদ আবু তাহের খান বলেন, “ আমাদের কাছে কোন খবর নেই। আজই সভায় ছিলেন মাননীয় মন্ত্রী। সভায় বলেছেন সভাধিপতির বিরুদ্ধে। ঘটনা অত্যন্ত দুঃখজনক, নিন্দনীয় ব্যাপার। তিনি একজন প্রতিষ্ঠিৎ ব্যবসায়ী। এই ঘটনা কারা ঘটাল বুঝতে পারছি না। অবিলম্বে যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের তদন্ত করে ব্যবস্থা নেওয়া হোক। আমরাও দলগত ভাবে তদন্ত করছি”।
সাংসদ অধীর চৌধুরী বলেন, “ জাকির হোসেনকে মেরে ফেলার জন্য হামলা হয়েছিল। রাজনীতির ঘোলাজলে ঢুকে সমস্যা বাড়ল জাকির হোসেনের। অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করার ব্যবস্থা করা হোক। রাজ্যের আইন শৃংখলার অবস্থা কতো খারাপ সেটা বোঝা যাচ্ছে, মন্ত্রীর উপর এই ধরণের আক্রমণ হয় তাকে মেরে দেওয়ার জন্য, খুন করার জন্য”।
এখনও অবধি যা জানা যাচ্ছে, পুলিশি নিরাপত্তার বলয় থেকে বেড়িয়ে স্টেশনে ওঠার পরেই হামলা করা হয়। আহত হয়েছেন জাকির হোসেনের বেশ কয়েকজন সঙ্গীও।
আগে একাধিকবার গোরু পাচার নিয়ে সরব হন মন্ত্রী জাকির। বছর দুই আগে থেকে বাড়ানো হয় নিরাপত্তা রক্ষীও। সুতির তৃণমূল নেতৃত্বের এক অংশের সাথে দূরত্বও বজায় রাখতেন জাকির হোসেন। জাকির হোসেনের অনুগামীদের অভিযোগ, সরাসরি একাধিকবার সমাজবিরোধীদের বিরুদ্ধে অভিযোগ করাতেই হামলা করা হয় জাকির হোসেনের উপর।
জঙ্গীপুর হাসপাতালে চিকিতসা চলছে জাকির হোসেনের।
মন্ত্রী জাকির হোসেনের উপর হামলা, বোমাবাজি
Published By: Madhyabanga News |
Published On: