মন্ত্রীর উপর হামলা, জামিন পেলেন না TMC কর্মীরা : Aattack on Minister Subrata Saha: Courts Rejects Bail of TMC workers

Published By: Madhyabanga News | Published On:

জামিন পেলেন না  মন্ত্রী সুব্রত সাহার উপর হামলার অভিযোগে আটক তৃণমূল কংগ্রসের নেতা কর্মীরা। মন্ত্রী, বিধায়কের উপর হামলার অভিযোগের ভিত্তিতে  ১৬ জনকে গ্রেফতার করে  পুলিশ। বিপ্রশেখর অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি হুমায়ুন কবির ওরফে সৈয়দ রাজু মির্জা সহ ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে এই অভিযোগের পরিপ্রেক্ষিতে।

বুধবার বিকেলে বড়ঞার সৈয়দ পাড়ায় মন্ত্রী সুব্রত সাহা Subrata Saha Minister , বড়ঞা বিধায়ক জীবন কৃষ্ণ সাহা Jiban Krishna Saha MLA Burwan -র উপর হামলা, গাড়ি ভাঙচুর, ইট বৃষ্টির অভিযোগ ওঠে। অভিযোগ ওঠে খোদ তৃণমুল কংগ্রেসের স্থানীয় নেতৃত্বের বিরুদ্ধেই।  ঘটনায় প্রকাশ্যে আসে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীকোন্দল। বড়ঞা ব্লক তৃণমূল কংগ্রেস ব্লক সভাপতি গোলাম মুর্শেদ জর্জ এবং যুব কংগ্রেস সভাপতি মাহে আলমের দিকে হামলার অভিযোগ তোলেন বড়ঞার বিধায়ক জীবন কৃষ্ণ সাহা। বড়ঞা থানায় লিখিত অভিযোগ জানান তিনি। অভিযোগের ভিত্তিতে ১৬ জনকে গ্রেফতার করা হয় বৃহস্পতিবার সকালে। ধৃতদের বিরুদ্ধে ৩০৭, ৩৪১, ৩২৩, ৪২৭ আই পি সি ধারায় মামলা রুজু হয়েছে। ধৃতদের বৃহস্পতিবার কান্দি কোর্টে তোলে বড়ঞা থানা।

আটক ব্যক্তিদের জামিনের আবেদন না মঞ্জুর করেছে কোর্ট। এসিজেএম কান্দী ভাস্কর মজুমদারের এজলাসে ওঠে এদিনের মামলা। বিচারপতি অভিযুক্তদের  ১৫নভেম্বর অবধি জেল হেফাজতের নির্দেশ  দিয়েছেন  বলে জানা যায়।