
মধ্যবঙ্গ নিউজ ব্যুরোঃ৪জুনঃ ব্রিটিশ পত্রিকা ‘ভোগ’-এর কভারে স্থান পেয়েছে মেয়েটি । কে এই মেয়ে ? ঠিকই চিনেছেন। বিশ্বের শীর্ষস্থানীয় ফ্যাশন ম্যাগাজিনগুলির মধ্যে অন্যতম এই ভোগ পত্রিকা। ভোগ তার ব্রিটিশ সংস্করণের জুন সংখ্যার প্রচ্ছদে জন্য নারী শিক্ষা আন্দোলনের কর্মী মালালা ইউসুফজাই’এর ছবি ছেপেছে। ছাপা হয়েছে বিস্তারিত ইন্টারিভিউ। বিশ্বের সবচেয়ে কম বয়সে নোবেল পুরস্কারপ্রাপ্ত মালালা ছবিতে পরেছেন তার ট্রাডিশনাল পোশাক। মালালা জানাচ্ছেন, বাড়িতে বন্ধুদের সাথে সময় কাটাতে পছন্দ করেন তিনি।
অনেকেই প্রশ্ন করেন মালালার স্কার্ফ নিয়ে। মালালা ব্যাখ্যা করেছেন যে এই হেড স্কার্ফ তাঁর মুসলিম বিশ্বাসের চেয়ে অনেক বেশি। “এটি আমাদের পশতুনের জন্য একটি সাংস্কৃতিক প্রতীক, তাই এটি যেখান থেকে এসেছি তা উপস্থাপন করে। এবং মুসলিম মেয়েরা বা পশতুন মেয়েরা বা পাকিস্তানি মেয়েরা যখন আমরা আমাদের ঐতিহ্যবাহী পোশাকটি অনুসরণ করি তখন আমাদের নিপীড়িত, বা নির্বোধ বা পিতৃতন্ত্রের অধীনে বাস করা বলে বিবেচনা করা হয়। আমি সবাইকে বলতে চাই যে সকলের নিজের সংস্কৃতির মধ্যে নিজস্ব কণ্ঠস্বর থাকতে পারে এবং আপনার সংস্কৃতিতে আপনার সমতা থাকতেই পারে”।
বিস্তারিত ইন্টারভিউ জানিতে গেলে ওল্টাতে হবে এই পত্রিকার পাতা।
২০১২ সালের ৯ অক্টোবর উত্তর-পশ্চিম পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের সোয়াত উপত্যকা অঞ্চলের স্কুল থেকে ফেরার পথে হামলার শিকার হয়েছিলেন এই কিশোরী মালালা । স্কুলের গাড়িতে মালালা ও তার দুই বান্ধবীর উপর গুলি চালিয়েছিল তালিবানরা । চিকিৎসার জন্য আমেরিকায় পাঠানো হয় মালালাকে। সুস্থ হয়ে সেখানেই পড়াশোনা শুরু করেন কিশোরী । মাত্র ১৭ বছরে বয়সে শান্তিতে নোবেল পান।
