আদালতের নির্দেশ অমান্যে মজে যাওয়া ব্যক্তিগত পুকুরের মালিকানা পেল বহরমপুর পৌরসভা

Published By: Madhyabanga News | Published On:

রামচন্দ্র বিশ্বাস, বহরমপুরঃ বেআইনি পুকুর ভরাট রুখতে ফের উদ্যোগী হল বহরমপুর পুরসভা। তবে এবার কলকাতা হাইকোর্টে হওয়া একটি মামলায় পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নিয়েছে পুর প্রশাসন। বহরমপুর পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের মোল্লাগেড়ের ধারে ব্যক্তিগত মালিকাধীন একটি পুকুরের চারপাশে আবর্জনা ফেলে ফেলে ভরাট করা হচ্ছিল। সেই অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা করেন বহরমপুরের জনৈক বাসিন্দা। সেই মামলার শুনানি শেষে বিচারপতি রায় দেন পুকুর সংস্কার করার জন্য। কিন্তু মালিক সে কথায় কর্ণপাত না করায় ফের তা আদালতের শরণে আনা হয়।

কলকাতা হাইকোর্টের আইনজীবি অরিন্দম দাস বলেন, “ মালিককে বারবার বলার পরেও তিনি পুকুর সংস্কারে উদ্যোগী হন নি। শেষে হাইকোর্টের নির্দেশে বহরমপুর পুরসভা এই পুকুর সংস্কারে এগিয়ে আসে। সংস্কারের পর পুকুরের মালিকানাও পাবে পুরসভা।” আদালতের নির্দেশে শুক্রবার সেই পুকুর সরেজমিনে দেখতে গিয়েছিলেন পুরসভার কার্যনির্বাহী আধিকারিক ও আইনজীবীরা। একইভাবে বহরমপুর পুরসভার মধুপুর এলাকার বাবুলবোনা রোডের একটি পুকুর রাতের অন্ধকারে বুজিয়ে ফেলা হয়। সেই পুকুর ভরাট নিয়েও কলকাতা হাইকোর্টে মামলা হয়। পুকুর মালিককে মাটি তুলে পুকুরকে ফের আগের অবস্থায় ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেয় আদালত। কিন্তু সেই নির্দেশ মালিক কার্যকরী না করায় ওই পুকুরও পুরসভার দখলে আসে আদালতের নির্দেশে দাবি আইনজীবী অরিন্দম দাসের।