Suti accident মর্মান্তিক! সুতিতে ট্রেনের ধাক্কায় প্রাণ হারাল তরুণ

Published By: Imagine Desk | Published On:

Suti accident  মঙ্গলবার সকালে সুতিতে ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। ট্রেনের ধাক্কায় প্রাণ গেল বিশেষ চাহিদা সম্পন্ন এক তরুণের। ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়ায় সুতির গোপালগঞ্জ এলাকায়। জানা গিয়েছে, গোপালগঞ্জের বাসিন্দা বছর আঠারোর তরুণ শারীরিক ভাবে অক্ষম সত্ত্বেও মাঝে মধ্যেই বাড়ি থেকে বেড়িয়ে পাশেই রেল লাইনের পাশে বসে থাকতো। এদিন সকালেও সে রেল লাইনের পাশে বসে ছিল। পরিবারের লোকজন ও স্থানীয়দের অনুপস্থিতিতেই ঘটে গেল বিপদ। রেলওয়ে ট্র্যাকে ট্রেন এলেও বুঝতে না পেরে, ট্রেনের ধাক্কায় চলে গেল প্রাণ। দুর্ঘটনা জানাজানি হতেই পরিবারের সদস্যরা রক্তাক্ত অবস্থায় তাঁকে মহেশাইল ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। কিন্তু ততক্ষণে সব শেষ! চিকিৎসকেরা মৃত বলে জানান। মৃতের আত্মীয় মইদুল ইসলাম বলেন, প্রতিদিনই বাড়ি থেকে বেড়িয়ে যেত। আজকেও একই ভাবে রেল লাইনে বসে ছিল। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জঙ্গিপুর মহকুমা হাসপাতালে পাঠায়।