মিলন সরকার : ফরাক্কা ২৬ শে অক্টোবর – ভাঙনের কবলে গঙ্গা বক্ষে তলিয়ে যেতে বসেছে মুর্শিদাবাদের ফরাকার মহেশপুর গ্রামের বিস্তীর্ণ এলাকা। লাগাতার ১৫ দিন ধরে একে একে ধ্বসে পড়ছে ২৫ টি বসত বাড়ি। ঝুলন্ত অবস্থায় রয়েছে আর আতঙ্কে দিনযাপন গ্রামবাসীদের। সরকারি সাহায্য না মেলায় খোলা আকাশের নিচেই ঠাঁই অসহায় এই পরিবারগুলির। মুর্শিদাবাদ জেলার গঙ্গা ভাঙন যেন এক অভিশাপ। প্রতি বছর বর্ষার সময় ভাঙন, আতঙ্কের পরিবেশ সৃষ্টি করে গ্রামবাসীদের মনে। ভাঙন প্রবণ এলাকা গুলির মধ্যে ফরাক্কার গঙ্গা তীরবর্তী মহেশপুর, খোদাবন্দপুর প্রভৃতি গ্রামের নাম উঠে আসে। ভাঙনের কবলে জেলার মানচিত্র থেকেই মুছে গিয়েছে বেশ কয়েকটি এলাকা। বিগত ২০ বছর ধরে এই এলাকার মানুষ গঙ্গা ভাঙ্গনের কবলে ক্ষতিগ্রস্ত। আশ্বাস পেলেও কাজ কতটা হয়েছে, তা নিয়েও সন্দেহ প্রকাশ করছেন অনেকেই। গত ১৫ দিন ধরে শুরু হয়েছে গঙ্গা ভাঙ্গন। গত ৫ দিনে যা আরও ভয়াবহ আকার নিয়েছে। রাত জেগে দিন কাটছে তাদের। যদিও প্রশাসনের পক্ষ থেকে এখনও কোন পরিদর্শন বা সাহায্য মেলেনি বলেই অভিযোগ গ্রামবাসীদের।
ধ্বংসের মুখে দাঁড়িয়ে ফরাক্কার মহেশপুর গ্রামের বাসিন্দারা। গঙ্গা বক্ষে তলিয়ে যাচ্ছে একের পর এক বসত বাড়ি। সহায় সম্বল হীন মানুষদের হাহাকার এখন গোটা গ্রাম জুড়ে। ভিটে মাটি হারিয়ে স্থানীয় কোন স্কুলের বারান্দায় কিংবা রাস্তায় ঠাই হয়েছে পরিবারগুলির। কোনরকম ভাবে সরকারি সাহায্য, তাদের কাছে পৌছয়নি বলেই ক্ষোভ উগড়ে দিচ্ছেন গ্রামবাসীরা ।