ভয়ঙ্কর ছবি ফারাক্কায়, রাস্তা ভাসল জলে, আটকে রইল ট্রাক

Published By: Madhyabanga News | Published On:

মধ্যবঙ্গ নিউজ ব্যুরোঃ২৯মেঃ ঝাড়খন্ডের পাহাড়ি জলে ভয়ঙ্কর ছবি দেখা গেল ফারাক্কার নিশিন্দা কাটানে ।  শনিবার ঝাড়খন্ড থেকে পাহাড়ি জল নামায় জলের তোড়েই তলিয়ে গেল ফরাক্কার নিশিন্দা  কাটানের রাস্তা। পিচ রাস্তার উপর তখন ছিল ট্রাক। হতে পারতো বড় রকমের বিপর্যয় ।

 

রাস্তা জলের তলায় যাওয়ায় সম্পূর্ণ বিছিন্ন হয়ে পড়ে ফরাক্কা এবং  ঝাড়খন্ড। দুই রাজ্যের মধ্যে  যোগাযোগের মূল  রাস্তা দিয়ে উত্তরবঙ্গ এবং অন্যরাজ্যেরও যোগাযোগ রক্ষা হয় ঝাড়খন্ডের । এই রাস্তাটিই  ফরাক্কা হয়ে ঝাড়খন্ড যাওয়ার এনএইচ ৮০ টি সঙ্গে যোগাযোগর প্রধান রাস্তা ।

ঝাড়খন্ড থেকে নিশিন্দা  কাটান হয়ে প্রতিদিন  হাজার হাজার পণ্য বোঝায় গাড়ি চলাচল করে। স্থানীয় বাসিন্দা অভিযোগ দীর্ঘদিন ধরে এই নিশিন্দা কাটানের এই রাস্তার জন্য মানুষ ভুক্তভোগী হতে হচ্ছে ।

স্থানীয়রা জানান ব্রিজের অভাবে মাঝেমাঝেই জলের তলায় চলে যাচ্ছে রাস্তা। সমস্যায় পড়তে হচ্ছে এলাকার মানুষকে।