ভ্যাকসিন নেওয়ার কতোদিন পরে দেওয়া যাবে রক্ত ?

Published By: Madhyabanga News | Published On:

মধ্যবঙ্গ নিউজ ব্যুরোঃ  ১৯ মেঃ কোভিডের ভ্যাকসিন নেওয়ার ১৪ দিন পর অথবা কোভিড ১৯ থেকে সেরে ওঠার ১৪ দিন পর করা যাবে রক্তদান, নতুন নির্দেশিকা জারি করে জানানো হয় স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে। করোনায় অসুস্থ হলে  কোভিডের আরটিপিসিআর রিপোর্ট নেগেটিভ আসার ১৪ দিন পর থেকে করা যাবে রক্তদান।

কোভিড আহবে রক্তের সংকট চলছে বিভিন্ন হাসপাতালে ।  ভ্যাকসিন নেওয়ার কতোদিন পরে রক্ত দেওয়া যাবে সেই নিয়েও সংশয় ছিল অনেকের। সেই সংশয় মিটল নতুন গাইডলাইনে।

ন্যাশনাল এক্সপার্ট গ্রুপ অন ভ্যাকসিন অ্যাডমিনিস্ট্রেশন ফর কোভিড ১৯ (NEGVAC)’র দেওয়া গাইডলাইনে  বলা হয়েছে, করোনা থেকে সুস্থ হওয়ার ৩ মাস পর নেওয়া যাবে ভ্যাকসিন।